জামালপুরে প্রার্থীকে নিয়ে ব্লক সভাপতির কর্মী সম্মেলন
অতনু হাজরা, জামালপুর : আসন্ন বিধানসভা নির্বাচনে জামালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আলোক কুমার মাঝির জয়কে নিশ্চিত করতে জামালপুরের ইটলার সোমনাথ কোল্ড স্টোরেজে ব্লকের সমস্ত অঞ্চলের প্রতিটি বুথের প্রতিনিধিত্বমূলক কর্মীদের নিয়ে একটি কর্মী সম্মেলনের আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। ব্লকের ১৩ টি অঞ্চলের কর্মীরা উপস্থিত ছিলেন আজকের এই সম্মেলনে।এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি অরবিন্দ ভট্টাচার্য্য, ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ডা: প্রতাপ রক্ষিত, আশরাফ আলী, দেবু হেমব্রম, তারক টুডু, সুনীল ধারা, সাহাবুদ্দিন শেখ, মাবিয়া বেগম, উত্তম হাজারী সহ ব্লকের তৃণমূল নেতৃত্বরা। ছিলেন প্রার্থী অলোক কুমার মাঝি। সকল কর্মীদের কাছে এই বিধানসভার লড়াই অনেক কঠিন লড়াই বলে অভিহিত করেন সভাপতি মেহেমুদ খান।
তিনি বলেন প্রয়োজনে জীবনের বাজি রেখেও এই লড়াই জিততেই হবে। জেতাতে হবে প্রার্থী আলোক কুমার মাঝিকে।আলোক বাবু তাঁর বক্তব্যে গত তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। কেন মানুষ তৃণমূলকে ভোট দেবে সেটাও কর্মীদের কাছে তুলে ধরেন তিনি। সভা শেষে কোল্ড স্টোরেজ প্রাঙ্গণ থেকে সাহাপুর মোড় পর্যন্ত একটি রালি করা হয়। সকলে তাতে পা মেলান। নেতৃত্বের বক্তব্যে কর্মীদের যথেষ্ট উজ্জীবিত দেখায়।