Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নরেন - ঝিনুকের স্বপ্নেবোনা "সুন্দরবনের গপ্পো" এবার ২৬ মার্চ আসছে সিনেমা হলে


 

নরেন - ঝিনুকের স্বপ্নেবোনা "সুন্দরবনের গপ্পো" এবার ২৬ মার্চ আসছে সিনেমা হলে


🟣 রাধামাধব মণ্ডল 


 ➡️ নোনাজলের মাটি আর মানুষ, সেই সঙ্গে নিবিড় ভাবে জড়িয়েছে প্রকৃতি আর জীবজন্তু। বাংলা সিনেমার রূপোলী পর্দায় এ এক অন্যরকম গল্প! যে গল্পের শরীরে সমস্তশক্তিই মৃত্যুর পথে দাঁড়িয়ে। সুন্দর বনের জল, জীবন ও জঙ্গলের গল্প শুধু নয়। এগল্পে ফুটে উঠেছে এক দীর্ঘ শৈশব। যে শৈশব এক মনস্তত্ত্ববিদ্যার গণ্ডিতে শক্তিশালী। চলচিত্র নির্মাতা আদরের সঙ্গে বলেছেন এ গল্প নয়, এ"গপ্পো, সুন্দরবনের গপ্পো"। গপ্পোবাজ পরিচালক এই ছবিতে মাটি, মানুষের নিবেদনকেই ধরেছেন, প্রেমের গাঁথুনিতে। "Destination পিকচার" ও এস এম ডি এণ্টারটেইনমেন্ট যৌথ নিবেদনে, এপ্রজন্মের তরুণ পরিচালক প্রদীপ মিস্ত্রী পরিচালিত নতুন গল্পে জল, জীবন আর জঙ্গলের পরিবেশে বোনা ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ শে মার্চ। বাংলা সিনেমার চিরাচরিত ধারাকে বদলে দেয়, এই ছবি "সুন্দরবনের গপ্পো"।




সুন্দরবনের লড়াই এবার বড় পর্দায়। পরিচালক প্রদীপ মিস্ত্রীর হাত ধরে এবার ছবিটি মুক্তি পাচ্ছে রাজ্যের বিভিন্ন হলের বড় পর্দায়। ছবিটিতে চিত্রগ্রাহকের কাজ করেছেন প্রিয়রঞ্জন বেহেরা। ছবিটি সম্পাদনা করেছেন অরিন্দম গায়েন। এবং পরিচালক প্রদীপ মিস্ত্রী নির্মিত, পরিচালিত প্রথম বাংলা ছবি "সুন্দরবনের গপ্পো "। ছবিটির প্রযোজক শুভঙ্কর বিশ্বাস ও সন্দীপ মণ্ডল। রহস্যেমোড়া, রোমাঞ্চে ভরা গল্পের ভিতর দিয়ে এছবি ছুঁয়ে গেছে সুন্দরবনের শৈশবকে।




 সুন্দরবনের প্রকৃতিবন্দনাই এছবির দৃশ্যপট হয়েছে সুন্দর। সুন্দরবনের সেই জঙ্গলজীবনের টিকে থাকার লড়াই-ই এবার বড়পর্দায়। সুন্দরবনের মানুষের বেঁচে থাকার অসহনীয় লড়াই এছবির প্রাণশক্তি। আর তার সঙ্গে জুড়ে গেছে দুই শিশুর বেড়ে ওঠাটা। সেটাই ছবিটিকে আগামী উত্তরণের জন্য নিয়ে গেছে চালিকাশক্তি হয়ে।




 দুই শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছে অবিনাশ রায় ও রোহিনী সেন। নরেন হয়েছে অবিনাশ আর রোহিণী হয়েছে ঝিনুক। এছাড়াও প্রখ্যাত অভিনেতা দেবেশ রায়চৌধুরী করেছেন রহমান ডাকাতের চরিত্রে অভিনয়। যিনি সুন্দরবনের ডাকাত! একটি বিশেষ চরিত্রে জেলে হিসেবে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা শান্তিলাল মুখার্জী। চেনা ছকের বাইরে পরিচিতরা! ছবির আবহ করেছেন রবীন লাই ও বিশ্বজিৎ কাঞ্চিলাল। ছবির সংগীত পরিচালক প্রসেনজিৎ দে। ছবিতে দৃশ্যপট তৈরি করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী উম্মাদ ঢালি। 




ছবির মূলচরিত্র ঝিনুক। সে এক ডাকাত কন্যা। সেই ছবিটিতে পথ দেখিয়েছে গল্পের গোলকধাঁধাতে পড়া নরেনকে। 

রহস্যেমোড়া জীবনের ইতিবৃত্ত পেরিয়ে ঝিনুক ও নরেন পথ খুঁজেছে আলোর। এবার দেখা যাক বাংলা সিনেমার অন্দরে, পথ খুঁজে পায় কি না পরিচালক প্রদীপ মিস্ত্রীর "সুন্দরবনের গপ্পো"। প্রদীপও সুন্দরবনের মানুষ। ফলে খুব কাছ থেকে দেখেছে সেখানকার জীবনের লড়াই। মধু,কাঠের খোঁজে গিয়ে কত মানুষ যে হারিয়ে যায়। সেই কঠিন বাস্তবতাকে অতিক্রম করেই সেখানকার মানুষ আলো দেখে।