চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

সাংবাদিকরাও পোস্টাল ব্যালটে ভোট প্রয়োগের সুযোগ পাবেন



সাংবাদিকরাও পোস্টাল ব্যালটে ভোট প্রয়োগের সুযোগ পাবেন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আসন্ন বিধানসভা নির্বাচনে সাংবাদিক-চিত্র সাংবাদিকরাও পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। এটা সাংবাদিকদের কাছে সুখবর। ২৭ শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নতুন দিল্লির নির্বাচন সদন থেকে সিনিয়র পিআর সেক্রেটারি নরেন্দ্র এন ভুতোলিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায় জরুরী পরিষেবায় কর্মরত ৮ টি ক্ষেত্রের ব্যাক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সেখানেই ৬ নম্বরে মিডিয়া পার্সনদের কথা উল্লেখ করা হয়েছে। তবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অথরাইজড সাংবাদিকরাই পোস্টাল ব্যালটে নির্দিষ্ট দিনে ভোট দিতে পারবেন। শীঘ্রই এবিষয়ে স্টেট গেজেট প্রকাশ করা হবে বলে জানাগেছে।



উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারি ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - এর পূর্ব বর্ধমান জেলা শাখা পোস্টাল ব্যালটের দাবি জানিয়েছে জেলা শাসক মহঃ এনাউর রহমানের কাছে ডেপুটেশন দিয়েছিল। সংগঠনের জেলা সভাপতি স্বপন মুখার্জী ও সাধারন সম্পাদক অরূপ লাহা স্বাক্ষরিত প্রতিলিপি ই-মেইলে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছিল। তারপরই ২৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়টি জেনে সাংবাদিকরাও যথেষ্ট খুশি।