জামালপুরে বিজেপির পথসভা
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জেড পি ১১ এর অন্তর্গত রামনাথপুর গ্রামে একটি পথ সভার আয়োজন করে বিজেপি। ওই সভায় উপস্থিত ছিলেন মন্ডল সহ সভাপতি সুভাষ কোলে, যুব মোর্চার সভাপতি অজয় ডকাল, সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির সদস্য জাভেদ আলী, টিচার্স সেলের কনভেনর পার্থ সারথি ঘোষ সহ মন্ডল স্তরের নেতৃবৃন্দ।যদিও বিজেপি এখনও জামালপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি কিন্তু ব্লকের নেতৃবৃন্দ তাদের মত করেই নির্বাচনী প্রচারের কাজ এগিয়ে রাখছেন।