Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাদার্স টাচ ফাউন্ডশনের মানবিক তৎপরতায় প্রাণ বাঁচলো এক দম্পতির


 

মাদার্স টাচ ফাউন্ডশনের মানবিক তৎপরতায় প্রাণ বাঁচলো এক দম্পতির


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সেবার অঙ্গনে যেকোনো পরিস্থিতিতে 'মাদার্স টাচ ফাউন্ডেশন' যে ঝাঁপিয়ে পড়তে পিছুপা হয় না তার স্বাক্ষর রাখল বুধবার রাতে। তাৎক্ষণিক তৎপরতায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের অ্যাকাউন্টস বিভাগের কর্মী কবিতা সেনগুপ্ত ও তাঁর স্বামীর প্রাণ বাঁচালেন। এদিন পানাগড় থেকে পথ কুকুরদের চিকিৎসা করে বর্ধমানে ফিরছিল 'মাদার্স টাচ ফাউন্ডেশন' এর টিম। রাত তখন ৯ টা, গাঢ় অন্ধকারে ঢেকে রয়েছে চারদিক। গলসি কুলগড়িয়ার কাছে গাড়ির আলোয় দেখা যাচ্ছে জাতীয় সড়কের উপর একজন মহিলা ও একজন পুরুষ মানুষ পড়ে রয়েছেন।




 পাশেই পড়ে থাকতে দেখা যায় একটি স্কুটার। কাছাকাছি কোনও মানুষজন নেই। 'মাদার্স টাচ ফাউন্ডেশন' টিম সদস্যদের বুঝতে অসুবিধা হয় নি, কোনো গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তারা গাড়ি থামিয়ে কাছে যেতেই লক্ষ্য করেন দু'জনই রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তারা গাড়ি থেকে নেমে রাস্তার উপর থেকে ওদের সরিয়ে নিয়ে আসেন। তখনও নিঃশ্বাস চলছে দেখে সব কিছু কে উপেক্ষা করে রক্তাক্ত অবস্থায় ওদের নিয়ে আসেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে, অবস্থা খুব একটা ভালো নেই। ফাউন্ডেশনের সদস্যরা হাসপাতালে নিয়ে এসে ওনাদের চিকিৎসার ব্যবস্থা করানোর পাশাপাশি পরিচয় জেনে বাড়িতে খবর দেন। 'মাদার্স টাচ ফাউন্ডেশন' এর এহেন মানবিক তৎপরতার বিষয়টি জেনে সকলেই ওদের কুর্ণিশ জানাচ্ছেন।