Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোট গণনা কেন্দ্র এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাইক, সাইকেল রাখার ব্যবস্থার দাবিতে ডেপুটেশন



ভোট গণনা কেন্দ্র এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাইক, সাইকেল রাখার ব্যবস্থার দাবিতে ডেপুটেশন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভোট গণনার দিন গণনা কেন্দ্রে খবর সংগ্রহ করতে গিয়ে সাইকেল, বাইক ইত্যাদি রাখার সমস্যায় পড়তে হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। রাস্তার ধারে অথবা কারো দোকানের সামনে নিজের দায়িত্বে রেখে গণনা কেন্দ্রে প্রবেশ করতে হয়। যার পরিনতি সুখকর হয় না। গত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক শ্রেণীর উৎশৃঙ্খল যুবক রাস্তার পাশে রাখা বাইক, সাইকেল ভাঙচুর করে। সংবাদ মাধ্যমের কয়েকজনের বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবাঞ্ছিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে শুক্রবার ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা কমিটি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে।




 গণনা কেন্দ্রের ভিতরে বিস্তীর্ণ খোলা জায়গা পড়ে থাকে। সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সভাপতি স্বপন মুখার্জী ও সাধারন সম্পাদক অরূপ লাহা জেলা শাসকের কাছে লিখিত দাবি জানিয়েছেন। গণনা কেন্দ্র এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাইক, সাইকেল ইত্যাদি রাখার ব্যবস্থা করা হোক। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়, জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী, রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান, জয়ন্ত দত্ত সহ অভিজিৎ সাহা ও অন্যান্যরা।