মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় বিজেপি-কে নিশানা করে তৃণমূলের প্রতিবাদ
রিপোর্ট : অভিরূপ আচার্য, অতনু হাজরা, সেখ সামসুদ্দিন, অর্ঘ্য ব্যানার্জী।
নন্দীগ্রামে বুধবার নির্বাচনী প্রচার অভিযানে গিয়ে মমতা বন্দোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় বিজেপিকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। পূর্ব বর্ধমান জেলায়ও তৃণমূল কংগ্রেস শহর থেকে গ্রামে রাস্তা অবরোধ, ধিক্কার মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে। বৃহস্পতিবার বর্ধমান শহর তৃণমূল হকার্স কংগ্রেসের পক্ষ থেকে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির ওপর চক্রান্ত করে হামলার প্রতিবাদে বর্ধমান শহরে বিক্ষোভ মিছিল ও কার্জন গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। নেতৃত্বে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস।
বৃহস্পতিবার জামালপুরেও দফায় দফায় প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন সকালে জৌগ্রাম এ পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। নেতৃত্বে ছিলেন আবুঝাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরফ আলি, যুবনেতা মনিরুদ্দিন সহ অন্যান্যরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে গর্জে উঠল জামালপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তারা জামালপুরের পুলমাথা গুহ মার্কেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন জামালপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ত্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, যুব তৃনমূলের জেলা সহ-সভাপতি তথা জামালপুর ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবউদ্দিন মন্ডল, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তাবারাক আলী মন্ডল, চকদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌড় সুন্দর মন্ডল, সহ ডাঃ প্রতাপ রক্ষিত সাহাবুদ্দিন শেখ ও অন্যান্যরা ।
মেদিনীপুরে মমতা ব্যানার্জীর উপর আক্রমণের প্রতিবাদে মেমারি শহর তৃণমূল কংগেসের উদ্যোগে শহরে ধিক্কার মিছিল করা হয়। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেমারি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, জেলার সহ সভাপতি স্বপন বিষয়ী, জেলার সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, ব্লক সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, সন্দীপ পরামানিক, সাজাহান মল্লিক, ব্লক ও শহর যুব সভাপতি জিতেন্দ্র সিং, সৌরভ সাঁতরা, শহর সংখ্যা লঘু সভাপতি ফারুক আব্দুল্লা, মাধ্যমিক শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি কৌশিক মল্লিক, প্রাথমিক শিক্ষক সংগঠনের কলানবগ্রাম চক্রের সভাপতি মহ জাহাঙ্গীর সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ।
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের প্রতিবাদে আজ বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে গাংপুরে ২নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি আজাদ রহমান।