Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহিলাদের ক্ষমতায়ন ও উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা


 

মহিলাদের ক্ষমতায়ন ও উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বাংলায় মহিলাদের ক্ষমতায়ন ও উন্নয়ন প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন হলো বর্ধমানে। সোমবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ছিল। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী, দলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন। একই সঙ্গে বাংলায় মহিলাদের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন সব কিছু তুলে ধরেন।

বর্ধমানের কালিবাজার মোড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। তার ওপর রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে চলায় সাধারণ মানুষের মাথায় হাত। বাংলার মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপি'র বহুরূপী মুখোশ টেনে খুলে দেবে। তিনি আরও বলেন, নারী স্বশক্তিকরণে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। রাষ্ট্রসংঘ যার স্বীকৃতি দিয়েছে। সংসদীয় রাজনীতি থেকে সর্বক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার চেয়ারম্যান ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী কন্যাশ্রী, রুপশ্রী থেকে স্বাস্থ্য সাথী প্রভৃতি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। কেন তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় -কে আসীন করতে হবে সে বিষয়ে বলেন।