Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোটার সচেতনতায় আলপনা আঁকা প্রতিযোগিতা


 

ভোটার সচেতনতায় আলপনা আঁকা প্রতিযোগিতা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আসন্ন বিধানসভা নির্বাচনে নতুন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। ক্রিকেট, ব্যাডমিন্টন, আলপনা আঁকা প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের সচেতন করা হচ্ছে। আসলে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এণ্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন এর অঙ্গ হিসেবে এই কর্মসূচিগুলো চলছে।

 বৃহস্পতিবার মেমারি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের ইলেক্টোরাল লিটারেসি ক্লাবের সদস্যা ছাত্রীদের নিয়ে একটি আলপনা আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে মেমারি-১ ব্লকের উদ্যোগে এই প্রতিযোগিতাটি করা হয়। ক্লাবের ১৫ জন ছাত্রী আলপনা আঁকায় অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় ব্লকের পক্ষ থেকে।



মেমারি-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা মেমারি বিধানসভা কেন্দ্রের অতিরিক্ত রিটার্নিং অফিসার মহ: আলি ওয়ালি উল্লাহ জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মতে আমরা ব্লকের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করছি যাতে সাধারণ ভোটার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানতে পারেন। বিশেষ করে ভোটদান প্রক্রিয়ায় যাতে সকলে অংশ গ্রহণ করে মজবুত গণতন্ত্র গড়তে অংশ নেন। আজকের আলপনা আঁকা প্রতিযোগিতাটিও তারই একটি অংশ বিশেষ। ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে নির্বাচনের অনেক বিষয় জেনে তারা বাড়ি গিয়ে অভিভাবকদের উৎসাহিত করতে পারে। 

এইধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে ই এল সি ক্লাবের ছাত্রীরা খুবই খুশি। ছাত্রী শ্রাবন্তী সরকার জানায়, আমরা আজ নির্বাচনের অনেক কিছু শিখলাম, জানলাম। বাড়ি গিয়ে মা-বাবাদের বলবো।