Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বাসায় চন্ডী পূজা উপলক্ষে কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ


 

বাসায় চন্ডী পূজা উপলক্ষে কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ



অতনু ঘোষ, হুগলি : প্রতিবছরই বাসায় চন্ডী পুজো কে কেন্দ্র করে নরনারায়ন সেবার আয়োজন করে থাকেন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের কোঁচমালি বোরাগড়ী কৃষি উন্নয়ন সমবায় সমিতি। আর তাই প্রতিবছরের মতো এবছরও তারা নর নারায়ণের সেবার আয়োজন করলেন। আর সেমতই মঙ্গলবার থেকেই খিচুড়ির রান্নাবান্নার জন্য প্রস্তুতি ছিল তুঙ্গে। সবজি কাটা থেকে খিচুড়ি রান্না রাত থেকেই শুরু হয়ে যায়। বুধবার দুপুর ১২ টা থেকে নরনারায়ন সেবা শুরু হয়।



হুগলি ও বর্ধমান জেলার সংযোগস্থলে অবস্থিত কোঁচমালি বোরাগড়ী সমবায় কৃষি উন্নয়ন সমিতির হিমঘর। এখানে মা প্রতিষ্ঠিত বাসায় চন্ডী রূপে। আর এই মা বাসায় চন্ডী পূজা উপলক্ষে প্রতিবছর হয় খিচুড়ি ভোগ বিতরন। কোঁচমালি বোড়াগাড়ী সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানানো হয়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে থাকেন। এলাকার আশেপাশের গ্রামের মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে আসেন। এই খিচুড়ি প্রসাদ গ্রহণের জন্য সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রীতিমত উৎসবে পরিণত হয়েছে বাসায় চন্ডী পূজা উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণ।