Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরের শুঁড়ে কালনায় শুরু হলো বসুন্ধরা উৎসব


 

জামালপুরের শুঁড়ে কালনায় শুরু হলো বসুন্ধরা উৎসব


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের শুঁড়ে কালনায় বুধবার থেকে শুরু হলো বসুন্ধরা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ওই এলাকায় আরও একটা উৎসব শুরু হয়ে যায়। প্রতিটি বাড়িতেই আসে আত্মীয় কুটুম। আজ প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন স্বামী মুক্তানন্দজি মহারাজ ও বসুন্ধরা উৎসব কমিটির সভাপতি প্রদীপ পাল। বর্তমানে এই উৎসব এলাকায় একটি বিশেষ পরিচিতি লাভ করেছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, ড: আশরাফ আলী, অরবিন্দ ভট্টাচার্য, শেখ আব্দুস সালাম সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা।



 এই উৎসব প্রাঙ্গনে আয়োজিত হয় পুষ্প প্রদর্শনী, কৃষিজ ফসল, সব্জি প্রদর্শনী ও নানা হাতের কাজ প্রদর্শিত হয়। আজকের উৎসবের সূচনালগ্নে বিশেষ আকর্ষণ হিসাবে যারা আপামর ভারতবাসীর বা মানুষের মুখে অন্ন তুলে দেন সেই কৃষকদের পুজো করা হয়। এটি অবশ্যই বিশেষ প্রশংসার দাবি রাখে। উৎসব কমিটির সভাপতি প্রদীপ পাল বলেন প্রতিবছরই এই অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল বা এলাকার মানুষের নানা হাতের কাজ প্রদর্শিত হয়। এবং এখানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হয়। এর ফলে তারা অনেকটাই উজ্জীবিত হয়। এই অনুষ্ঠানে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্রতচারী সহ নানা অনুষ্ঠান। প্রচুর মানুষ এই উৎসব প্রাঙ্গণে আসেন।