চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

তৃণমূলের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ায় আলোড়ন


 

তৃণমূলের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ায় আলোড়ন



অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সেলিমাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির কিছু ছেলে এই কাজ করেছে। গতকাল রাত ১১ টা পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু আজ সকালে দেখা যায় পতাকা সহ অন্যান্য জিনিসগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন, এটা বিজেপির ই কাজ। 



এইভাবে পতাকা ছিঁড়ে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কিছুই করতে পারবে। বিজেপি নেতা রাহুল চৌধুরী জানান পতাকা ছেঁড়া বা পুড়িয়ে দেওয়া বিজেপির কালচার নয়। তৃণমূলই বিজেপির পতাকা লাগানোর সময় সমস্যা করে। এটা তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ওদের নিজেদের দোষ বিজেপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এক তৃণমূল কর্মী এর বিরুদ্ধে জামালপুর থানায় এফ আই আর করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।