২৫ বছরে পদার্পণ করলো জামালপুর লায়ন্স ক্লাব

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

২৫ বছরে পদার্পণ করলো জামালপুর লায়ন্স ক্লাব


 

২৫ বছরে পদার্পণ করলো জামালপুর লায়ন্স ক্লাব


অতনু হাজরা, জামালপুর : দেখতে দেখতে ২৫ বছরে পা দিলো জামালপুর লায়ন্স ক্লাব।আজকের দিনেই পথ চলা শুরু করেছিল জামালপুরে লায়ন্স ক্লাব। আজকের এই পুণ্য দিনে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ২৫ বছরে ক্লাবের কাজের পরিধি অনেক বেড়েছে। ক্লাবের সুনাম রাজ্য থেকে দেশ ছাড়িয়ে বিদেশেও নিজের পরিচিতি রাখতে পেরেছে এই ক্লাব যা সত্যিই জামালপুর বাসীদের কাছে এক গর্বের বিষয়। সারা বছর ধরে চোখের চিকিৎসা ছাড়াও নানা সামাজিক কাজ করে থাকে জামালপুর লায়ন্স ক্লাব। এই মুহূর্তে একাধিক প্রকল্প চালানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। শনিবার সকালে প্রভাতফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এলাকার নেতাজি ক্লাব সহ স্কুলের ছাত্র ছাত্রীরা ও এলাকার প্রায় ৪০০ মানুষ পা মেলায় এই প্রভাতফেরিতে। এরপর এলাকার স্কুল ছাত্রী সহ অন্যান্য মহিলাদের হাতে ক্লাবের নিজের উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। এরই সাথে বিভিন্ন অঙ্গনওয়ারী কেন্দ্রে শিশুদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়। সন্ধ্যায় হয় চ্যাটার প্রোগ্রাম।উপস্থিত ছিলেন পিডিজি লায়ন রথীন মজুমদার, প্রথম ভিডিজি লায়ন অরুন দত্ত, জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ সহ জামালপুর লায়ন্স ক্লাবের সকল সদস্যরা।


 আজ এই প্রোগ্রামে দুটি মহৎ জিনিসের উদ্বোধন করা হয়। তার মধ্যে একটি হলো লিফট। যা জামালপুরের বুকে এই প্রথম। এই লিফট হওয়ার ফলে রুগীরা বিশেষ করে বয়স্ক রুগীদের অনেকটাই সুবিধা হলো। এছাড়াও একটি মেডিক্যাল রেটিনা ইউনিটের উদ্বোধন করা হয়। যার ফলে রেটিনা সংক্রান্ত চিকিৎসার জন্য আর কলকাতায় মানুষকে ছুটতে হবে না। জামালপুর লায়ন্স ক্লাবেই এই পরিষেবা পাবে মানুষ।ক্লাবের পক্ষ থেকে অন্যতম কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান জামালপুর লায়ন্স ক্লাব সুনামের সাথেই ২৫ বছরে পা দিলো। গ্রামীন এলাকায় মানুষদের এই ভাবে পরিষেবা দিতে তাঁরা বদ্ধপরিকর বলে তিনি জানান। এপ্রসঙ্গে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।আজকের অনুষ্ঠানে আগত অথিতিবৃন্দ জামালপুরে লায়ন্স ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।

Post a Comment

0 Comments