Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দিলীপ ঘোষ উবাচ : "খেলা কি হবে ? ফরোয়ার্ড, ডিফেন্স সব আমাদের"


 

দিলীপ ঘোষ উবাচ : "খেলা কি হবে ? ফরোয়ার্ড, ডিফেন্স সব আমাদের"


সেখ সামসুদ্দিন, মেমারি : রাজ্যের জেলায় জেলায় পরিবর্তন যাত্রায় নেমেছে বিজেপি। মুষ্টি ভিক্ষা কর্মসূচির মাধ্যমে জনসংযোগের পর মানুষের মন পেতে চলেছে পরিবর্তন যাত্রা। এই কর্মসূচির যাত্রা পথে সমাবেশে বিজেপি নেতৃত্ব কার্যত ভোটের প্রাক প্রচার করছেন। সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা হয়ে মন্তেশ্বরের বোহার, সাতগাছিয়া, মধ‍্যমগ্রাম, কুসুমগ্রাম, উজনা, মালম্বা, মন্ডলগ্রাম বড়পলাশন, গোরাপুর বাজার, বিজুর হাটতলা, পাহাড়হাটি হয়ে মেমারি বামুনপাড়া মোড়। এখানে জনসমাবেশ হয়। এদিন পরিবর্তন যাত্রার এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, পূর্ব বর্ধমান সদর জেলা সভাপতি সন্দীপ নন্দী, তৃণমূল ত‍্যাগী সাংসদ সুনীল মন্ডল, মেমারি বিধানসভার অন‍্যতম নেতা ভীষ্মদেব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

 সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, খেলা কি হবে দিদির মাথায় হাত। ফরোয়ার্ড, ডিফেন্স সব প্লেয়ার আমাদের হাতে। দিলীপ বাবু প্রতিশ্রুতি দেন সোনার বাংলা গড়বেন, চাকরি দেবেন, কন্ট্রাক্টচুয়াল চাকরিতে স্থায়ী বেতন দেবেন, কৃষকদের টাকা দেবেন সহ আরও অনেক কিছু। সভা শেষে জিটিরোড চকদিঘী মোড় হয়ে কেন্না সিংহ ভিলাতে রাত্রিযাপন কর্মসূচি। বুধবার জামালপুর, কারালাঘাট, সাঁকটিয়া, রায়না, শ‍্যামসুন্দর, সগড়াই, পলেমপুর হয়ে বর্ধমান কার্জনগেটের সামনে। এরই মাঝে বিজেপি'র রাজ্য সভাপতি সাঁকটিয়া ও সগড়াই মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন। বুধবার বিকেলে বর্ধমানের কার্জনগেটের সামনে সভায় বক্তব্য রাখবেন। দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।



জানাগেছে, বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে হাটগোবিন্দপুরে সভা করবেন। এরপর ভাতাড়, আউসগ্রাম বিধানসভায় পরিবর্তন যাত্রা শেষে সভা হবে। শুক্রবার পরিবর্তন যাত্রা গলসি বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে পানাগড়ের রাজবাঁধ পর্যন্ত যাবে। যাত্রা পথে বুদবুদে জনসভায় বক্তব্য রাখবেন বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।