দিলীপ ঘোষ উবাচ : "খেলা কি হবে ? ফরোয়ার্ড, ডিফেন্স সব আমাদের"
সেখ সামসুদ্দিন, মেমারি : রাজ্যের জেলায় জেলায় পরিবর্তন যাত্রায় নেমেছে বিজেপি। মুষ্টি ভিক্ষা কর্মসূচির মাধ্যমে জনসংযোগের পর মানুষের মন পেতে চলেছে পরিবর্তন যাত্রা। এই কর্মসূচির যাত্রা পথে সমাবেশে বিজেপি নেতৃত্ব কার্যত ভোটের প্রাক প্রচার করছেন। সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা হয়ে মন্তেশ্বরের বোহার, সাতগাছিয়া, মধ্যমগ্রাম, কুসুমগ্রাম, উজনা, মালম্বা, মন্ডলগ্রাম বড়পলাশন, গোরাপুর বাজার, বিজুর হাটতলা, পাহাড়হাটি হয়ে মেমারি বামুনপাড়া মোড়। এখানে জনসমাবেশ হয়। এদিন পরিবর্তন যাত্রার এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, পূর্ব বর্ধমান সদর জেলা সভাপতি সন্দীপ নন্দী, তৃণমূল ত্যাগী সাংসদ সুনীল মন্ডল, মেমারি বিধানসভার অন্যতম নেতা ভীষ্মদেব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, খেলা কি হবে দিদির মাথায় হাত। ফরোয়ার্ড, ডিফেন্স সব প্লেয়ার আমাদের হাতে। দিলীপ বাবু প্রতিশ্রুতি দেন সোনার বাংলা গড়বেন, চাকরি দেবেন, কন্ট্রাক্টচুয়াল চাকরিতে স্থায়ী বেতন দেবেন, কৃষকদের টাকা দেবেন সহ আরও অনেক কিছু। সভা শেষে জিটিরোড চকদিঘী মোড় হয়ে কেন্না সিংহ ভিলাতে রাত্রিযাপন কর্মসূচি। বুধবার জামালপুর, কারালাঘাট, সাঁকটিয়া, রায়না, শ্যামসুন্দর, সগড়াই, পলেমপুর হয়ে বর্ধমান কার্জনগেটের সামনে। এরই মাঝে বিজেপি'র রাজ্য সভাপতি সাঁকটিয়া ও সগড়াই মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন। বুধবার বিকেলে বর্ধমানের কার্জনগেটের সামনে সভায় বক্তব্য রাখবেন। দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।
জানাগেছে, বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে হাটগোবিন্দপুরে সভা করবেন। এরপর ভাতাড়, আউসগ্রাম বিধানসভায় পরিবর্তন যাত্রা শেষে সভা হবে। শুক্রবার পরিবর্তন যাত্রা গলসি বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে পানাগড়ের রাজবাঁধ পর্যন্ত যাবে। যাত্রা পথে বুদবুদে জনসভায় বক্তব্য রাখবেন বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।