চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে ট্রাক্টর মিছিল জামালপুরে


 

কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে ট্রাক্টর মিছিল জামালপুরে



অতনু হাজরা, জামালপুর : কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে সারা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করে যাচ্ছে। রাজ্যে নানা মিছিল মিটিং সংগঠিত করা হচ্ছে। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শ্রীমন্ত রায়, জেলা পরিষদের মেন্টর তথা জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক, ব্লক নেতা প্রদীপ পাল, অমল দলুই, আব্দুস সালাম, অলক ঘোষ সহ ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি শুরু হয় ২ নম্বর জাতীয় সড়কের আঝাপুর চৌমাথা থেকে, শেষ হয় অমরপুরে গিয়ে। সেখানে একটি সভাও হয়। উজ্জ্বল বাবু কৃষিবিলের বিরোধিতার পাশাপাশি আজ বর্ধমানের নবাবহাট মোড়ে প্রতিবাদের নামে রাজ্যের দুজন মন্ত্রী সুজিত বসু ও স্বপন দেবনাথের গাড়ি আটকে যেভাবে অপমান করা হয় তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন ও ধিক্কার জানান। শ্রীমন্ত রায় বলেন কৃষি বিলের বিরুদ্ধে ও বর্ধমানে দুই মন্ত্রীর সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে এই ট্রাক্টর মিছিল। এই মিছিলে অনেক সংখ্যায় কৃষক তাদের ট্রাক্টর নিয়ে অংশগ্রহন করেন। তাদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।