চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বাংলার এক ভূমিপুত্র কে বাংলাদেশি আখ্যা দেওয়ার প্রতিবাদে গর্জে উঠলো বাংলাপক্ষের পূর্ব বর্ধমান শাখা


 

বাংলার এক ভূমিপুত্র কে বাংলাদেশি আখ্যা দেওয়ার প্রতিবাদে গর্জে উঠলো বাংলাপক্ষের পূর্ব বর্ধমান শাখা


ইমতিয়াজ আলি মিদ্যা, বর্ধমান : পূর্ব বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ডে একটি দোকানে পশ্চিমবঙ্গের এক নাগরিককে বাংলা দেশি বলায় তুমুল বিক্ষোভে সামিল হলেন বাংলাপক্ষের নেতা ও সদস্যরা। জানাগেছে নবাব হাটের উত্তরা বাসস্ট্যান্ডে একটি দোকানে বাংলায় পরিসেবা চাইতে গেলে সংগঠনের এক সদস্যকে বাংলাদেশি বলে তিরস্কার করেন দোকানের মালিক। ঘটনার প্রতিবাদ করে ওই সদস্য বিষয়টি উচ্চ নেতৃত্বেকে জানান। এরপরই সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান গর্গ চ্যাটার্জির নেতৃত্বে বহু সদস্য ওই দোকানে গিয়ে প্রতিবাদ জানায়। বাংলায় থেকে ভূমিপুত্রদের এই অপমান কোনো ভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন গর্গ চ্যাটার্জি সহ জেলার নেতারা। সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে তাদের এই আন্দোলনে বহু সাধারণ মানুষও সামিল হন। পূর্ব বর্ধমানের সম্পাদক কৌশিক মাইতি বলেন বাংলায় থেকে বাংলার সম্পদ ভোগ করে ভূমিপুত্রদের অপমান কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। এদিনের বিক্ষোভ প্রতিবাদের জেরে ওই ব্যক্তি ক্ষমা চাইতে বাধ্য হন।বাঙালিদের স্বার্থে বাংলাপক্ষ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান উপস্থিত সকলেই।