Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভবঘুরে উদ্ধারে মহকুমা শাসকের হস্তক্ষেপ


 

ভবঘুরে উদ্ধারে মহকুমা শাসকের হস্তক্ষেপ


সেখ সামসুদ্দিন, মেমারি : মেমারি শহরের চকদিঘী মোড় এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এক ভবঘুরে। দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষ অনেকে দেখলেও কেউ তার কথা ভাবেনি। শেষ পর্যন্ত স্থানীয় মধূসুদন বিষয়ী উদ্যোগী হন তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য। স্থানীয় থানা এবং বিডিও অফিসে যোগাযোগ করলেও মেলেনি সুরাহা। শেষে মহকুমা শাসকের ফোন নম্বর জোগাড় করে সরাসরি ফোন করেন তাকে, জানান পুরো বিষয়টি। বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য এরপর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলেন। কিন্তু সমস্যা হয় ছেলেটির কোনো পরিচয় না থাকায় ও দায়িত্বভার নেওয়ার কেউ না থাকায়। মানবাধিকার কমিশনের নিয়ম মোতাবেক মানসিক রোগাক্রান্ত ব্যাক্তিকে ভর্তি নিতে অস্বীকার করে। এরপর তিনি মেমারি ১ ব্লকের স্বেচ্ছাসেবী সংস্থা পল্লীমঙ্গল সমিতির সাথে যোগাযোগ করেন ও তাদেরকে অনুরোধ করেন ওই ভবঘুরের দায়িত্ব নেওয়ার জন্য। পল্লীমঙ্গল সমিতির তরফে সন্দীপন সরকার জানান তারা হলফনামা দিয়ে জানায় এই ভবঘুরের দায়িত্ব নিতে প্রস্তুত। সেই কাগজ জমা পড়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। অবশেষ ৪ দিনের চেষ্টায় মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে সাইক্রিয়াটিক বিভাগে। মানসিক রোগ ছাড়া আপাতত ছেলেটি সুস্থ বলেই জানাচ্ছেন জরুরী বিভাগের ডাক্তারবাবুরা। দীর্ঘদিনের ভবঘুরেটির সুরাহা করার জন্য মহকুমাশাসককে ধন্যবাদ জানিয়েছেন মধূসুদন বিষয়ী। একই সঙ্গে পল্লীমঙ্গল সমিতি দায়িত্বভার তুলে নেওয়ার জন্য তাদেরও বাহবা দিয়েছেন তিনি। পল্লীমঙ্গল সমিতির সদস্যরাও এই কাজে খুশি, ছেলেটি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সব রকম সরকারী নিয়ম মেনে যাতে নিজের বাড়িতে ফিরতে পারে সেই আবেদন তারা জানিয়েছেন। আর এত কিছুর পরও প্রকাশ্যে কিছু বলতে নারাজ প্রচারবিমুখ মহকুমাশাসক। তার কাছে এটাতো তার কাজেরই অঙ্গ, এর বাইরে আর কিছুনা !