Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চক্ষণজাদীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল


 

চক্ষণজাদীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল



অতনু হাজরা, জামালপুর : চক্ষণজাদী আদি নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় দুই দু'দিনব্যাপি মেম্বার কাপ ২০২১ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় । আজ তার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই দল হলো পান্ডুয়া ঈশান ইলেভেন ও মহাকাল একাদশ। চক্ষণজাদী হাইস্কুল মাঠে খেলাটি আয়োজিত হয়। আজকের এই খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার অফিসার-ইন-চার্জ মিঠুন কুমার ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনারা বেগম, বেরুগ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ শাহাবুদ্দিন, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, সুনীল ধারা সহ আরো অনেকে।




বিজয়ী দল কে নগদ ৫০ হাজার টাকা সাথে একটি সুন্দর ট্রফি ও বিজিত দল কে ২৫ হাজার টাকা ও একটি ট্রফি তুলে দেওয়া হয়। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন অনুভব মিশ্র (গলু) উত্তরপ্রদেশ। আজকের এই খেলাকে কেন্দ্র করে এলাকা উৎসবের চেহারা নেয়।