Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিরাপত্তা, পোস্টাল ব্যালট ও কোভিড ভ্যাকসিনের দাবিতে সাংবাদিক সংগঠনের ডেপুটেশন


 

নিরাপত্তা, পোস্টাল ব্যালট ও কোভিড ভ্যাকসিনের দাবিতে সাংবাদিক সংগঠনের ডেপুটেশন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলাশাসক কে ডেপুটেশন দিলো ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - এর পূর্ব বর্ধমান জেলা শাখা। সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মূলত চার দফা দাবি পেশ করা হয়। প্রথমত: ভোটের দিন পেশাগত দায়িত্ব সামলাতে গিয়ে বেশিরভাগ সাংবাদিক ভোট দিতে পারেন না। তাই তাঁদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা, দ্বিতীয়ত: সাংবাদিকদের জন্য কোভিড ভ্যাকসিন দেওয়া, তৃতীয়ত: ভোটের দিন সাংবাদিকদের জন্য বাসের ব্যবস্থা এবং চতুর্থত: কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করা। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি স্বপন মুখার্জি, সাধারণ সম্পাদক অরূপ লাহা, সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি তারকনাথ রায় ছাড়াও পার্থ চৌধুরী, রামনারায়ণ কুন্ডু, অতনু হাজরা, মনতোষ পোদ্দার, শ্যামাপ্রসাদ চৌধুরী, পিন্টু প্যাটেল প্রমুখ।জেলাশাসক মহঃ এনাউর রহমান তাঁদের আশ্বাস দেন তিনি নির্বাচন কমিশনে বিষয়টি জানাবেন এবং সেই মত ব্যবস্থা নেবেন। প্রসঙ্গত পূর্ব বর্ধমানে নতুন জেলা কমিটি গঠন হওয়ার পরই প্রথমেই জেলাশাসক কে ডেপুটেশন দিলো ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নতুন জেলা কমিটি।