চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

২৪ ঘন্টা পরেই রাজ্যের বড় উৎসব, আসছেন বলিউডের তারকারা


 

২৪ ঘন্টা পরেই রাজ্যের বড় উৎসব, আসছেন বলিউডের তারকারা


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : করোনা অতিমারি পরিস্থিতির পর বিশ্ব মানবতাকে আপন ছন্দে ফিরিয়ে আনার প্রয়াসে আয়োজিত হচ্ছে রাজ্যের বড় উৎসব বর্ধমানবাসীর প্রাণের উৎসব কাঞ্চন উৎসব। এবছর কাঞ্চন উৎসব ১৩ বছরে পদার্পণ করছে। ৬ ফেব্রুয়ারি কাঞ্চন উৎসবের উদ্বোধন। এই অনুষ্ঠানে আসছেন বলিউডের দুই তারকা তুষার কাপুর ও মহিমা চৌধুরী। ৪ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস। তিনি বলেন, কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে আয়োজিত ১৩ তম কাঞ্চন উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক মহঃ এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ বিশিষ্ট অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন মুম্বাই চলচ্চিত্র জগতের সুপার স্টার তুষার কাপুর ও মহিমা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই মঞ্চ মাতাবেন জি বাংলা খ্যাত বর্তমানে মুম্বাই এর সঙ্গীত শিল্পী কুশল পাল। এছাড়াও অন্যান্য বছরের মতোই এবছরেও উৎসবের বিভিন্ন দিনে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পীরা। খোকন দাস আরও জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি আসছেন অনুপম রায়, ৮ ফেব্রুয়ারি দালের মেহেন্দী, ৯ ফেব্রুয়ারি উদিত নারায়ণ, ১০ ফেব্রুয়ারি মোনালী ঠাকুর, ১১ ফেব্রুয়ারি খেসারী লাল, ১২ ফেব্রুয়ারি মোহিত চৌহান, ১৩ ফেব্রুয়ারি সুখবিন্দর সিং। তিনি জানিয়েছেন, করোনাজনিত কারণে এবছর কাঞ্চন উৎসবের বাজেট কমিয়ে করা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। এছাড়াও উৎসব প্রাঙ্গণে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৭০ টি স্টল থাকবে। ডগ-শো এরও আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতোই। এছাড়াও কৃষি, শিল্প, চিত্র ও পুষ্প প্রর্দশনী ও বিপণন সব মিলিয়ে ৯ দিনের জমজমাট কাঞ্চন উৎসব। ১৪ ফেব্রুয়ারি আতসবাজির প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে ১৩ তম কাঞ্চন উৎসব।