Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আর নয় অন্যায় কর্মসূচিতে বিজেপির জেলা সভাপতি


 

আর নয় অন্যায় কর্মসূচিতে বিজেপির জেলা সভাপতি


অতনু হাজরা, জামালপুর :' আর নয় অন্যায়'কর্মসূচিতে যোগদান করতে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এলেন বিজেপির সদর জেলা সভাপতি সন্দীপ নন্দী। জামালপুর বিধানসভার ৭এ মন্ডলের মুগুড়া গ্রামে আর নয় অন্যায়' কর্মসূচির একটি পথসভায় উপস্থিত হয়েছিলেন তিনি। তাঁর সাথে ছিলেন বিধানসভার কনভেনর জিতেন ডকাল, অবজার্ভার সৈয়দ সেরিনা খাতুন, ৭এ মন্ডলের সভাপতি শুভঙ্কর মালিক, ১১ নম্বর মন্ডলের সভাপতি রাহুল চৌধুরী সহ অন্যান্যরা। সভার শুরুর আগে সন্দীপ বাবু গ্রামেরই মুকেশ্বরী মন্দিরে গিয়ে প্রণাম করে কর্মসূচিতে অংশ নেন।




আজ তিনি কৃষি বিলের পক্ষে এই সভা করেন।কেন্দ্রের কৃষিবিল কৃষকদের ভালোর জন্যই করা হয়েছে তা সকলের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে কৃষি বিলের বিরোধিতা করার জন্য অন্যান্য দলের সমালোচনা করেন।