Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচনী বিধি লাগু হতেই তৎপর প্রশাসন, খুলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং


 

নির্বাচনী বিধি লাগু হতেই তৎপর প্রশাসন, খুলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে আচরণ বিধিও বলবৎ করলো নির্বাচন কমিশন। ফলে সরকারি জায়গা বা অফিস চত্বরে কোনও নেতা মন্ত্রীদের ছবি, লেখা হোডিং থাকবে না। নির্বাচন বিধি মোতাবেক শুক্রবার সন্ধ্যার পরই পূর্ব বর্ধমান জেলা কালেক্টরেট চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং খোলার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্মীরা।



একই সঙ্গে কমিশনের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১৭১ ধারার খ উপধারা অনুসারে, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোন ব্যক্তিকে অবৈধভাবে ভোটদানে প্রভাবিত করার উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি অর্থ বা পারিতোষিক প্রদান করেন অথবা নিজে ওই অর্থ বা পারিতোষিক গ্রহণ করেন তবে তার এই আচরন শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে ওই ব্যক্তির এক বছর পর্যন্ত শাস্তি বা জরিমানা অথবা উভয়েই হতে পারে। উপরন্ত ভারতীয় দণ্ডবিধির ১৭১ ধারার গ উপধারা অনুসারে, কোন ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন প্রার্থীকে অথবা ভোটারকে যদি ভীতি প্রদর্শন করেন অথবা কোনরকম ক্ষতি সাধনের ভয় দেখান, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে এক বছর পর্যন্ত শাস্তি অথবা জরিমানা অথবা উভয়েরই সম্মুখীন হতে হবে। উৎকোচ প্রদান করেছেন অথবা গ্রহণ করেছেন অথবা ভোটারদের ভীতি প্রদর্শন করেছেন এমন সকল ব্যক্তিদের উদ্দেশ্যে ফ্লায়িং স্কোয়াড গঠন করা হয়েছে যার মাধ্যমে এই সকল অপরাধীর বিরুদ্ধে মামলা রুজু করা হবে। সকল নাগরিকদের প্রতি আবেদন আপনারা কোন প্রকার উৎকোচ গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন। উৎকোচ দেওয়ার অথবা ভীতিপ্রদর্শনের কোন ঘটনা যদি আপনার নজরে আসে তবে তৎক্ষণাৎ জেলার অভিযোগ গ্রহণ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন অথবা টোল ফ্রি ১৯৫০ নম্বরে ফোন করতে পারেন।