Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যে এলো কেন্দ্রীয় বাহিনী, বিধানসভা ভোটের দামামা


 

রাজ্যে এলো কেন্দ্রীয় বাহিনী, বিধানসভা ভোটের দামামা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যে এসে গেল কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র। শুরু হয়ে গেছে ভোট কর্মীদের প্রশিক্ষণ। আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এদিকে শান্তিপূর্ণ ‌বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী পা রাখলো রাজ্যে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ট্রেন এসে থামলো বর্ধমান স্টেশনে। বর্ধমানে এদিন এক কোম্পানি সিআরপি বাহিনী নামে। বাহিনীকে রাখার বন্দোবস্ত করা হয়েছে বিবেকানন্দ কলেজে। জানাগেছে, এর পরের ধাপে বাহিনী এলে তাদের রাখা হবে বর্ধমান রাজ কলেজে। এদিন ভোর থেকেই বাহিনীকে নিয়ে যাওয়ার জন্য রাজ্য পুলিশ বর্ধমান স্টেশনে উপস্থিত হয়েছিল। 



অন্যদিকে এদিনই ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নেমেছে দুর্গাপুর স্টেশনে। ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডানকুনিতে। ৪ কোম্পানি কলকাতায়। সব মিলিয়ে ভোট ঘোষণার জন্য তৈরি হচ্ছে নির্বাচন কমিশন।