Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাত পোহালেই রাজ্য জুড়ে বামেদের ১২ ঘন্টার বাংলা বনধ্


 

রাত পোহালেই রাজ্য জুড়ে বামেদের ১২ ঘন্টার বাংলা বনধ্


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাত পোহালেই রাজ্য জুড়ে বামেদের ১২ ঘন্টার বাংলা বনধ্। শিক্ষা ও কাজের দাবিতে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলি বৃহস্পতিবার কলকাতায় "নবান্ন অভিযান"- এ সামিল হয়েছিল। কিন্তু কলকাতার রাজপথে তাদের উপর পুলিশী আক্রমণের প্রতিবাদে ১২ ফেব্রুয়ারি সারা রাজ্যে ১২ ঘণ্টা হরতালের দাবিতে সরব সিপিআইএম। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান শহরে এক প্রতিবাদ মিছিল হয়। বর্ধমান শহর ২ নং এরিয়া কমিটি এই মিছিলের আয়োজন করেছিল। 



শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কার্জন গেট চত্বরে এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে জিটি রোড অবরোধ করে সিপিআইএমের দলীয় কর্মীরা। কলকাতার ঘটনার প্রতিবাদের পাশাপাশি শুক্রবার ১২ ঘন্টা বনধ্ পালনের আবেদন জানায়। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে কুড়ি মিনিট পর অবরোধ উঠে যায়।