Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটের শুরু ২৭ মার্চ, ২ মে গণনা


পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটের শুরু ২৭ মার্চ, ২ মে গণনা


 

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  পশ্চিমবঙ্গ সহ আরও ৪ রাজ্যের ভোটের নির্ঘন্ট ঘোষণা করলো নির্বাচন কমিশন। শুক্রবার নতুনদিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন জানায় পশ্চিমবঙ্গ, আসাম, কেরলা, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে মার্চ ও এপ্রিল মাসেই নির্বাচন হবে।

চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, ২৯৪টি বিধানসভা আসনের পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ৩১ শতাংশ বাড়িয়ে ১ লক্ষ ১ হাজার ৯১৬ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোঠ হবে ৮ দফায়। ২৭ মার্চ ভোট গ্রহণ শুরু হবে। শেষ দফা ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। রাজ্যে মোট গণনা হবে ২ মে। প্রথম দফায় ২৭ মার্চ ৩০ টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ৩৩ টি আসনে ভোট গ্রহণ করা হবে । তৃতীয় দফায় ৩১ টি আসনে ভোট গ্রহণ করা হবে। চতুর্থ দফায় ৪৪ টি আসনে ভোট নেয়া হবে। পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোট গ্রহণ করা হবে। ষষ্ঠ দফায় ৪৩ টি আসনে ভোট গ্রহণ করা হবে। সপ্তম দফায় ৩৬ টি বিধানসভা আসনের ভোটগ্রহণ করা হবে। অষ্টম দফায় ২৯ এপ্রিল ৩৫ টি আসনে ভোট গ্রহণ করা হবে। 

২৭ শে মার্চ প্রথম দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এর ৩০ টি আসনে। দ্বিতীয় দফায় ১ এপ্রিল বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার ৩০ টি আসনে ভোট হবে। তৃতীয় দফায় ৬ এপ্রিল হাওয়া, হুগলী ও দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি আসনে ভোট গ্রহণ হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল হাওড়া হুগলি দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার, কুচবিহারের ৪৪ টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ১৭ এপ্রিল উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, জেলার ৪৫ টি আসনে ভোটগ্রহণ হবে। ষষ্ঠ দফায় ২২ এপ্রিল উত্তরদিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের ৪৩ টি আসনে ভোটগ্রহণ হবে। সপ্তম দফায় ২৬ এপ্রিল মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরের ৩৬ টি আসনে ভোটগ্রহণ হবে। অষ্টম দফায় ২৯ শে এপ্রিল মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা উত্তরের ৩৫ টি আসনে ভোট গ্রহণ করা হবে। 

এদিন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা বলেন, “করোনা পরবর্তী পরিস্থিতিতে ২০২১ সালে নতুন আশার আলো দেখতে পেয়েছে দেশ। করোনাযোদ্ধাদের আমি সম্মান জানাই। গত বছর করোনার মধ্যেই একাধিক নির্বাচন হয়েছে। ভোটারদের স্বাস্থ্যরক্ষায় আমরা গুরুত্ব দিচ্ছি, এহেন সংকট কালেও আমরা নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “৮০ বছরের বেশি বয়সের ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা রয়েছে। ভোটদানের সময় একঘন্টা বাড়িয়ে তোলা হয়েছে। করোনা কালে রাজনৈতিক দলগুলি রোড শো করতে পারবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে সর্বোচ্চ পাঁচজন থাকবে। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি সঙ্গী থাকতে পারবে না। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গেই কার্যকর হয়ে গিয়েছে নির্বাচনী বিধি। একজন প্রার্থী সর্বোচ্চ ৩০.৪০ লাখ টাকা খরচ করতে পারেন।