Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আইজেএ পূর্ব বর্ধমান জেলা শাখার নতুন কমিটি গঠিত


 

আইজেএ পূর্ব বর্ধমান জেলা শাখার নতুন কমিটি গঠিত


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, পূর্ব বর্ধমান জেলা জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার বর্ধমান রাজ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় ২০২১- ২২ বর্ষের নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্বপন মুখার্জী এবং সাধারণ সম্পাদক পদে এসেছেন অরূপ লাহা। ১৯ জনের জেলা কমিটি গঠিত হয়েছে। দু'জন সহ-সভাপতি হয়েছেন শম্ভুলাল কর্মকার ও প্রসেনজিৎ দত্ত, সম্পাদক পদে এসেছেন রামনারায়ণ কুন্ডু, দু'জন সহ-সম্পাদক হলেন অতনু হাজরা ও সুপ্রকাশ চৌধুরী। কোষাধ্যক্ষ পদে এসেছেন সেখ সামসুদ্দিন, অফিস সম্পাদক অনির্বাণ হাজরা। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন বিদায়ী কমিটির সভাপতি দেবব্রত চ্যাটার্জী, বিদায়ী সাধারণ সম্পাদক মিথিলেশ রায় সহ তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, বিজন ঘোষ, মনতোষ পোদ্দার, সন্তোষ দাস, পঞ্চানন দত্ত, কৌশিক চক্রবর্ত্তী, ধীমান রায় ও জয় প্রকাশ দাস।

এদিনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন আই জে ইউ'র জাতীয় কর্মপরিষদের সদস্য তথা রাজ্য কমিটির সহ-সভাপতি তারকনাথ রায়, রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক, আমিনুর রহমান, জয়ন্ত দত্ত সহ অন্যান্য সদস্যরা। এদিনের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদস্য বরিষ্ঠ সাংবাদিক সন্তোষ দত্ত-কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।