Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্মূল্যের বাজারে ৫ টাকায় পেট ভরে ডিম ভাত


 


দুর্মূল্যের বাজারে ৫ টাকায় পেট ভরে ডিম ভাত


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পাঁচ টাকায় পেট ভরে ডিম ভাত। না, কোনো গল্প কথা নয়। এখন বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ডে 'মা কিচেন' - এ গিয়ে কুপন কাটলেই মিলবে ৫ টাকায় ভাত, ভাল, তরকারি সঙ্গে গোটা ডিমের কারী, এক কথায় সুস্বাদু খাবার। সোমবার বিকেলে নবান্ন সভাঘরে বসে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা সহ বিভিন্ন জেলায় অনেকগুলো প্রকল্প ও পরিষেবা প্রদান কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই ছিল 'মা কিচেন' এর উদ্বোধন। 



বর্ধমানে তিনকোনিয়া বাসস্ট্যান্ডের ভিতরে মা কিচেনের উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, অতিরিক্ত জেলা শাসক মহঃ সামিম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, বর্ধমান পৌর সভার এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার গুহ সহ সচিব জয় রঞ্জন সেন, আধিকারিক তাপস মাকর প্রমুখ।




 উদ্বোধনের পর মন্ত্রী স্বপন দেবনাথ নিজেই ৫ টাকার কুপন কেটে আমজনতার সঙ্গে বসে মুসুরডাল, সয়াবিনের তরকারি ও ডিমের কারী দিয়ে ভাত খেলেন। খাবার টেবিলে বসেই মন্ত্রী বলেন, গরীব মানুষদের জন্য বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে চলেছেন তা বলার অপেক্ষা রাখেনা। 



জানা গেছে, বর্ধমান পৌরসভার তত্ত্বাবধানে এই প্রকল্প চলবে। রান্নার কাজ করবেন স্বনির্ভর গোষ্ঠী মহিলারা। প্রতিদিন নির্দিষ্ট কুপনের বিনিময়েই এই খাবার দেওয়া হবে। একসঙ্গে প্রতিবার ৫০ জন একসাথে বসে খেতে পারবেন। এই খাবারের জন্য মাথা পিছু বরাদ্দ করা হয়েছে ১৫ টাকা। যার মধ্যে পৌর উন্নয়ন দপ্তর দেবে ১০ টাকা এবং প্রয়োজনীয় চাল। ৫ টাকা দেবে উপভোক্তা।