Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পালসিট থেকে শিক্ষানিকেতন বেহাল রাস্তা সংস্কারের দাবি


 

পালসিট থেকে শিক্ষানিকেতন বেহাল রাস্তা সংস্কারের দাবি


সেখ সামসুদ্দিন, মেমারি : পালসিট স্টেশন থেকে স্বস্তিপল্লী হয়ে দাদপুর মামদোতলা শিক্ষানিকেতন গ্রামে যাওয়ার রাস্তার হাল খারাপ বিগত বেশ কয়েক বছর ধরে। এই রাস্তাটি এখনও স্থানীয় মানুষদের নিত্যদিনের দুর্ভোগের কারণ। প্রায় আড়াই কিমি দীর্ঘ রাস্তার উপড়ের মোরামের আস্তরণ উঠে কোথাও ইঁট বেরিয়ে গেছে কোথাও আবার গর্ত। বর্ষাকালে জল জমে ভোগান্তি আরো বাড়ে। এই রাস্তায় পূর্ব রেলের বর্ধমান-হাওড়া কর্ডলাইনের সাবওয়ের নিচের অংশের হাল সব থেকে খারাপ। বছরের বেশিরভাগ সময় জল জমে থাকে সেখানে। 




স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াসিম, ভাস্কর হালদার, তন্ময় ঘোষরা জানালেন "মামদোতলা বাজারের দিক থেকে ১০০ মিটার আনুমানিক ও পালসিট স্টেশনের দিক থেকে আনুমানিক ১৫০ মিটার রাস্তা ঢালাই হলেও মধ্যবর্তী আনুমানিক ২ কিমি রাস্তার হাল খুব খারাপ", সামনে কয়েক মাস পরেই বর্ষা আসছে, তার আগে সারাই হোক রাস্তা, উঠছে সেই দাবী। ২টি কলেজ ও ৩টি স্কুলের ছাত্র-ছাত্রী সহ এলাকার সর্বস্তরের মানুষ এই রাস্তা দিয়ে পালসিট স্টেশন থেকে দাদপুর শিক্ষানিকেতনে যাতাযাত করেন। এই রাস্তা দিয়ে সহজে জাতীয় সড়কেও যাওয়া যায়। তাই এই রকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত মেরামতি হয়ে ফিরুক পথের শ্রী। তারজন্য প্রশাসনের নজরের অপেক্ষায় এলাকার মানুষ, পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে সুরাহা চাইছেন স্থানীয় ব্যবসায়ী রণজিত দে, বিকাশ সরকার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা দিলীপ সরকার, রউফ সেখ প্রমুখ।