চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ আন্দোলন জামালপুরে


 

কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ আন্দোলন জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চলছে। আজ জোতশ্রীরাম অঞ্চলে কৃষি বিলের বিপক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কৃষ্ণরামপুর থেকে শুরু হয়ে শাহসেনপুর পর্যন্ত যায়। মিছিলে নেতৃত্ব দেন জামালপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক।উপস্থিত ছিলেন ওই অঞ্চলের নেতা তথা ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, পঞ্চায়েত প্রধান আরিফা মন্ডল, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল সহ শেখ সাহাবুদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ এবং অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। 



মূলত কেন্দ্রের কৃষক বিরোধী কৃষিবিলের বিরুদ্ধে মিছিল থেকে নানা স্লোগান তোলা হয়। এছাড়াও বর্তমান সময়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হন নেতৃত্ব। ভুতনাথ মালিক বলেন, কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশের মানুষকে ভাঁওতা দিয়ে যাচ্ছে। আর তারা বাংলায় যে সরকার গড়ার স্বপ্ন দেখছে তা কোনদিনই পূরণ হবে না। নির্বাচনে বাংলার মানুষ বিজেপি-কে যোগ্য জবাব দেবে।