Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ আন্দোলন জামালপুরে


 

কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ আন্দোলন জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চলছে। আজ জোতশ্রীরাম অঞ্চলে কৃষি বিলের বিপক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কৃষ্ণরামপুর থেকে শুরু হয়ে শাহসেনপুর পর্যন্ত যায়। মিছিলে নেতৃত্ব দেন জামালপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক।উপস্থিত ছিলেন ওই অঞ্চলের নেতা তথা ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, পঞ্চায়েত প্রধান আরিফা মন্ডল, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল সহ শেখ সাহাবুদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ এবং অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। 



মূলত কেন্দ্রের কৃষক বিরোধী কৃষিবিলের বিরুদ্ধে মিছিল থেকে নানা স্লোগান তোলা হয়। এছাড়াও বর্তমান সময়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হন নেতৃত্ব। ভুতনাথ মালিক বলেন, কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশের মানুষকে ভাঁওতা দিয়ে যাচ্ছে। আর তারা বাংলায় যে সরকার গড়ার স্বপ্ন দেখছে তা কোনদিনই পূরণ হবে না। নির্বাচনে বাংলার মানুষ বিজেপি-কে যোগ্য জবাব দেবে।