Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গন্তারে নক-আউট ফুটবলের ফাইনাল


 

গন্তারে নক-আউট ফুটবলের ফাইনাল


সেখ সামসুদ্দিন, সাতগাছিয়া : পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের গন্তার ফুটবল মাঠে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বর্গীয় শৈলেন্দ্রনাথ মল্লিক ও স্বর্গীয় নিতাইচাঁদ সাহা স্মৃতি চ্যালেঞ্জ কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় ক্লাবের নিজস্ব মাঠে এই নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা সূচনা হয়েছিল ২০ ডিসেম্বর ২০২০। আজ ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে মেমারি থানা ফুটবল একাদশ ও বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন ফুটবল স্পোর্টিং ক্লাব। বাঁশবেড়িয়া শঙ্খনগর ক্লাব ২-০ গোলে মেমারি থানা একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। এদিন ফাইনাল খেলায় উপস্থিত ছিল ইষ্টবেঙ্গলর প্রাক্তন খেলোয়াড় আ্যলবেটো ডিকুনহ, বিশেষ অতিথি মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জী, মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সদস‍্য তন্ময় চ‍্যাটার্জী, এসডিপিও আমিনুল ইসলাম খান, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব‍্যানার্জী সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। ফাইনাল খেলায় বাঁশবেড়িয়া শঙ্খনগরের অসিত হাজরা ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ ও প্রথম গোলদাতা হিসেবে পৃথক পুরস্কত হয়। এছাড়াও পরিছন্ন খেলোয়ার মেমারির সুমন হালদার ও সেরা ব‍্যাক মেমারির বিনোদ, সেরা গোলকিপার বাঁশবেড়িয়ার রাজা মালিক, সেরা হাফ সাগর, সেরা ফরোয়ার্ড শুভেন্দু সিকদার ও ম‍্যান অফ দ‍্য সিরিজ সুদীপ্ত মালাকারকে পুরস্কৃত করা হয়। উপচে পরা মাঠ ভর্তি দর্শক ছিল খেলোয়াড়দের বিশেষ অনুপ্রেরণা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবর্গ বলেন যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করে তোলাই মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট ব‍্যবসায়ী মহাদেব কুন্ডু, অসীম কুমার মন্ডল, তারাকনাথ সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক সোমনাথ চট্টোপাধ্যায়, ভবানী প্রসাদ ঘোষ, কুমুদরঞ্জন সাহা, মধুসূদন মল্লিক, সৌমিত্র চ‍্যাটার্জী সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।