Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনে সায়েন্স সেন্টারের কর্মসূচি



জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনে সায়েন্স সেন্টারের কর্মসূচি


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিজ্ঞান সম্পর্কিত ভাবনায় মানুষকে উদ্বুদ্ধ করতে এবং বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে রাজ্য জুড়ে নানা ভাবে কাজ করে চলেছে সায়েন্স সেন্টার, মেদিনীপুর। এবছর জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে মেদিনীপুরের সায়েন্স সেন্টার। শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অনলাইন কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করেছে। সায়েন্স সেন্টারের তরফে এস কে পান জানান, করোনা অতিমারি পরিস্থিতির জন্য এবছর অনলাইন কর্মসূচির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে রঙ ভরো প্রতিযোগিতা। ২১ ফেব্রুয়ারি অনলাইনে প্রতিযোগিতা হবে। ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সহস্তে পরীক্ষণ ও ভিডিও তৈরী। এই প্রতিযোগিতা পর্যায়ক্রমে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি গুগল মিটে প্রতিযোগীদের সঙ্গে আলোচনার মাধ্যমে রিপোর্ট মূল্যায়ন করা হবে। এছাড়া নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য এক্সপেরিমেন্ট প্রর্দশনের মাধ্যমে একক ক্যুইজ প্রতিযোগিতা আগামী ২৮ ফেব্রুয়ারি গুগল ও সক্রেটিস স্টুডেন্ট অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। 

২৮ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় বিজ্ঞান দিবসের উপর আলোচনা সভা হবে। অনলাইন এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নতুন দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ইনোভেশন হাব ইগনু'র পূর্বতন অধিকর্তা অধ্যাপক সি কে ঘোষ। সভার শেষে সমস্ত প্রতিযোগিতায় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হবে। বিশদ জানতে ৮২৫০০১৯২৬২ নম্বরে যোগাযোগ করতে পারেন।