Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরস্বতী পুজো : মেমারির সুভাষ সংঘে রঙের মেলা


 

সরস্বতী পুজো : মেমারির সুভাষ সংঘে রঙের মেলা


সেখ সামসুদ্দিন, মেমারি : সরস্বতী পুজোর ইতিহাসে মেমারির সুভাষ সংঘ একটি ঐতিহ্যমন্ডিত নাম। প্রতি বছরই সরস্বতী পুজোর আয়োজনে থাকে কিছু না কিছু অভিনবত্বের ছোঁয়া। এবছর ৭১ তম বর্ষে সুভাষ সংঘের পুজোর থিম "রঙের মেলা"। পুজো প্রাঙ্গণ নানা রঙের কৃত্রিম ফুল দিয়ে সাজানো হয়েছে, প্রতিমার উপরও রামধনু রং বর্ষিত হচ্ছে। ক্লাবের সহ সভাপতি শুভজিৎ দাস ও সম্পাদক বিশ্বরূপ বৈরাগ‍্য জানান- "প্রায় এক বছর ধরে করোনার আগ্রাসনে আমাদের জীবনের ছন্দ দিশেহারা, সমগ্ৰ বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে যা খুবই শুভলক্ষণ। আর এই শুভক্ষণে মানুষের মন থেকে অভিশপ্ত করোনা ভীতি দূর করতে সুভাষ সংঘের পুজোর এবছরের ভাবনা 'রঙের মেলা'।



 আমাদের পুজো প্রাঙ্গণে প্রবেশের মুহূর্ত থেকেই দর্শণার্থীদের মন রঙের জোয়ারে উদ্বেল হয়ে উঠবে। পরিস্থিতির প্রেক্ষিতে এবছর ঐতিহ্যবাহী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা বন্ধ থাকছে। করোনাকে সম্পূর্ণ ভাবে পরাজিত করতে মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ববিধি মেনে সকলের শুভাগমনের পূণ্য পদরেণুতে 'রঙের মেলা' দর্শকের অন্তরে রঙের খেলায় পরিণত হলে সুভাষ সংঘের ভাবনা সার্থক হবে"।