Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল


 

পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল



অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের অমরপুরে জামালপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোতশ্রীরাম অঞ্চলে এক বিশাল মোটর সাইকেল মিছিল করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন ব্লকের যুব তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, শেখ সাহাবুদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ডা: প্রতাপ রক্ষিত, শেখ রফিকুল(মিন্টু) সহ অন্যান্যরা। মিছিলটি কেন্দ্রের কৃষিবিলের বিপক্ষে ও বিজেপি সরকারের নানা জনবিরোধী নীতির বিরুদ্ধে করা হয়। মিছিলটি শুরু হয় অমরপুর খেলার মাঠ থেকে। তারপর সেখান থেকে শিয়ালি মাঠ হয়ে উজিরপুর মুঈদীপুর ঘুরে অমরপুর খেলার মাঠে শেষ হয়। 



মেহেমুদ খান বলেন সারা রাজ্যের সাথে জামালপুরেও বিভিন্ন গ্রামে উন্নয়ন হয়েছে। প্রত্যেক অঞ্চলের প্রতিটি গ্রামে রাস্তা ঘাট, পানীয়জল, ঘর সহ সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ পাচ্ছেন। যেখানে যা অসুবিধা হচ্ছে সেগুলো দ্রুত মিটিয়ে দেওয়া হচ্ছে। ভুতনাথ মালিক বলেন কেন্দ্রের কৃষিবিল কৃষক বিরোধী।জামালপুর কৃষিপ্রধান ব্লক। তাই বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে কৃষকরা চরম দুর্দশার মধ্যে পড়বেন। তাছাড়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষি বিলের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন। তাই তাঁর সৈনিক হিসাবে তাঁরাও এই বিলের বিরুদ্ধে নানা ভাবে জনমত গড়ে তুলছেন। আগামী বিধানসভা ভোটে তাই বিজেপিকে কোনোমতেই জায়গা দেওয়া যাবে না। মিছিলে কয়েক শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।