চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু


 

বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। চলছে ভোট কর্মীদের প্রশিক্ষণ। শান্তিপূর্ণ ‌বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী বর্ধমানের মাটিতে পা রাখার ২৪ ঘন্টা পরেই রুট মার্চ শুরু করলো।



 রবিবার পূর্ব বর্ধমানের জেলা শাসক মহঃ এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অনির্বাণ কোলে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের সূচনা করেন। এদিন বর্ধমানের কার্জনগেটের সামনে থেকে জি টি রোড হয়ে বীরহাটা পুলিশ ফাঁড়ি পর্যন্ত রুট মার্চ হয়। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুট মার্চের সামনের সারিতে হাঁটেন জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা।



পুলিশ সুপার ভাস্কর মুখার্জি বলেন, পূর্ব বর্ধমান জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। সেই বাহিনী আজ বর্ধমান ও কালনায় রুট মার্চ শুরু করেছে। আরও ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পূর্ব বর্ধমান জেলায় আসছে। শহরের প্রতিটি ওয়ার্ড এবং জেলা জুড়ে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। 



Post a Comment

0 Comments