Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু


 

বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। চলছে ভোট কর্মীদের প্রশিক্ষণ। শান্তিপূর্ণ ‌বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী বর্ধমানের মাটিতে পা রাখার ২৪ ঘন্টা পরেই রুট মার্চ শুরু করলো।



 রবিবার পূর্ব বর্ধমানের জেলা শাসক মহঃ এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অনির্বাণ কোলে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের সূচনা করেন। এদিন বর্ধমানের কার্জনগেটের সামনে থেকে জি টি রোড হয়ে বীরহাটা পুলিশ ফাঁড়ি পর্যন্ত রুট মার্চ হয়। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুট মার্চের সামনের সারিতে হাঁটেন জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা।



পুলিশ সুপার ভাস্কর মুখার্জি বলেন, পূর্ব বর্ধমান জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। সেই বাহিনী আজ বর্ধমান ও কালনায় রুট মার্চ শুরু করেছে। আরও ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পূর্ব বর্ধমান জেলায় আসছে। শহরের প্রতিটি ওয়ার্ড এবং জেলা জুড়ে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী।