সাতগাছিয়ায় মুষ্টি ভিক্ষা কর্মসূচিতে বিজেপি'র কেন্দ্রীয় নেতৃত্ব
সেখ সামসুদ্দিন, সাতগাছিয়া : শনিবার মেমারি থানার সাতগাছিয়া অঞ্চলের কাঁঠালিয়া গ্রামের আদিবাসী পাড়ায় মুষ্টিভিক্ষা করেন বিজেপি নেতৃত্ব। এদিন জনসংযোগ কর্মসূচিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অরবিন্দ মেনন, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র আদিবাসী পরিবারে মুষ্টি ভিক্ষা করেন। সঙ্গে ছিলেন মন্তেশ্বরের তৃণমূল ত্যাগী বিধায়ক সৈকত পাঁজা, জেলা নেতা বিশ্বজিৎ পোদ্দার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
মুষ্টি ভিক্ষা কর্মসূচির পরে বেগুনিয়া মোড়ে মন্ডল সভাপতিদের নিয়ে একটি কর্মীসভাও করেন বিজেপি নেতৃত্ব। পরে মাঝের গ্রামে একটি প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন বিজেপি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন। এদিন তিনি পিসি-ভাইপোর তীব্র সমালোচনা করেন। ২০২১ নির্বাচনের প্রাক্কালে বিজেপির ধারাবাহিক কর্মসূচি চলছে। তার মধ্যে মুষ্টি ভিক্ষা রাষ্ট্রীয় কর্মসূচি। এই কর্মসূচিতে এসে শনিবার সাতগাছিয়ায় শ্রী মেনন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, তৃণমূল ডুবতে যাওয়া নাও, তৃণমূল ডুবছে, বিজেপি আসছে।