Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর ব্লকে সুভাষ উৎসব




 

জামালপুর ব্লকে সুভাষ উৎসব 


অতনু হাজরা, জামালপুর : আজ ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। আজ সারা রাজ্য জুড়ে মহাসমারোহে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে।রাজ্য সরকাররের নির্দেশে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে পালন করা হয় নেতাজির জন্মজয়ন্তী। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জামালপুর ব্লক সুভাষ উৎসব অনুষ্ঠিত হয় এদিন। জামালপুর ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারী নির্দেশে ঠিক ১২ টা ১৫ মিনিটে উলুধ্বনি, শঙ্খধ্বনি সহযোগে নেতাজির ছবিতে চন্দন ও মালা দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, ব্লক যুব কল্যাণ দপ্তরের কর্মী অনুপম চ্যাটার্জী সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন গোষ্ঠীর মহিলারা। এই উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও মঞ্চস্থ হয়।উপস্থিত আধিকারিকরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।


আজ নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। নিজের পার্টি অফিসে পতাকা উত্তোলন করেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি ভুতনাথ মালিক, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা।