আর ৩ ঘন্টা পরেই বর্ধমান শহরে বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আর তিন ঘন্টা পরেই বর্ধমান শহরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। হাইপ্রোফাইলের এই নেতার আগমনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। বিজেপি কর্মীরা বর্ধমান শহরকে গেরুয়া পতাকায় মুড়ে দিয়েছে। স্বাগত জানাতে তৈরী করা হয়েছে একাধিক তোরন। জে পি নাড্ডা, নরেন্দ্র মোদি, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ সহ অসংখ্য নেতার কাট আউট ঝলমল করছে। বিজেপি'র রাজ্য মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী জে পি নাড্ডার যে সফর সূচি সংবাদ মাধ্যমকে দিয়েছেন তাতে আজ সকাল ১১টায় অণ্ডাল বিমান বন্দরে নামবেন নাড্ডা। সেখান থেকে হেলিকপ্টারে তিনি যাবেন কাটোয়ার রাধাগোবিন্দ মন্দিরে। সকাল ১১টা ৪০ নাগাদ তিনি ওই মন্দিরে পুজো দিয়েই জগদানন্দপুর গ্রামের মাঠে কৃষক সুরক্ষা সভা করবেন। এরপর দুপুর ১২টা ৪৫ নাগাদ ওই গ্রামেই বাড়ি বাড়ি ঘুরে চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করবেন। দুপুর ১টা নাগাদ গ্রামেরই এক কৃষকের বাড়িতে দুপুরের আহার করবেন। দুপুর ২টো ৫ নাগাদ বর্ধমানে পৌঁছাবেন হেলিকপ্টারে। ৩টে ৫ নাগাদ তিনি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন। এরপর সেখান থেকে সরাসরি চলে আসবেন শহরের বীরহাট ঘড়ি মোড়ে। সেখান থেকে তিনি কার্জনগেট পর্যন্ত প্রায় ১ কিমি রোড শোয়ে অংশ নেবেন। রোড শো শেষে বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা যাবেন শহর সংলগ্ন দু'নম্বর জাতীয় সড়কের ধারে অভিজাত একটি হোটেলে। সেখানেই তিনি বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন। হোটেলে তিনি জেলার কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকও করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। তবে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবার বিষয়টি নিয়ে বিভ্রান্তি রয়েছে।