Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রায়বাহাদুর মন্মথ পালের নামে কৃষিমেলা জামালপুরে


 

রায়বাহাদুর মন্মথ পালের নামে কৃষিমেলা জামালপুরে




অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সীমান্তবর্তী গ্রাম অমরপুর। এই গ্রামেই জন্ম গ্রহণ করেন রায়বাহাদুর মন্মথনাথ পাল। তাঁরই উদ্যোগে এই অমরপুর গ্রামে স্বাধীনোত্তর সময়ে তৈরি হয় কৃষি বিদ্যালয়। আজ সেই অমরপুরেই ৫ দিন ব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও হস্তশিল্প মেলা শুরু হলো। মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন ওই অঞ্চলের প্রধান আরিফা বেগম, বিশিষ্ট সমাজসেবী তাবারক আলী মন্ডল ও যাঁর উদ্যোগে এই মেলা সেই রফিকুল ইসলাম ওরফে মিন্টু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। 



এই মেলায় ৫ দিনে রয়েছে নানা অনুষ্ঠান। সাংস্কৃতিক কর্মসূচি থেকে বিচিত্রা অনুষ্ঠান, যাত্রা পালা সবই হবে।এই মেলায় নানান কৃষিজ ফসল ও হস্ত শিল্প প্রদর্শিত হবে। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। এই মেলাকে কেন্দ্র করে এলাকায় এখন উৎসবের আমেজ। পরে মেলায় উপস্থিত হন ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। তারা প্রর্দশনী ঘুরে দেখেন।