Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আউশগ্রামের অজয় ঘাটে দেদার বালিচুরি, প্রতিবাদে প্রশাসনের দ্বারস্থ ইজারাদার


 

আউশগ্রামের অজয় ঘাটে দেদার বালিচুরি, প্রতিবাদে প্রশাসনের দ্বারস্থ ইজারাদার


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভেদিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয়ের বুধরা বালিঘাট থেকে বালি চুরির অভিযোগ করেছেন সরকারি ভাবে বালিঘাটের ইজারদার সেখ আব্দুল লালন। তার অভিযোগ, "আমার বুধরা মৌজার ১৩২ দাগের ২.৩৪ একর বালিয়াড়ি থেকে, অবৈধ ভাবে পুলিশের সামনে থেকে বালি তুলে নিয়ে গিয়ে, বোলপুর ও স্থানীয় এলাকাতে বিক্রি করছে কয়েকজন। ফলে আমি আর্থিকভাবে বিপদে পড়বো।" এই নিয়েই তিনি ২০২০ সালের ২৮ ডিসেম্বর আউশগ্রামের বিএলআরও-কে লিখিত অভিযোগ করেন। যদিও এবিষয়ে জিজ্ঞাসা করা হলে, আউশগ্রাম ২ এর বিএলআরও জানান, "অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।"

ওই ঘাটের সরকারি ভাবে পাওয়া ইজারাদার সেখ আব্দুল লালন আরও বলেন, "বিএলআরও-কে অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে বর্ধমানের এসডিএলআরও-কে জানিয়েছি। " ওই ব্যবসায়ির দাবি, "তাতেও কাজ না হলে, বিষয়টি জেলা শাসক ও মুখ্যমন্ত্রীকে জানাবো। কারণ আমি সরকারকে টাকা দিয়ে ঘাটের ইজারা নিয়েছি।"

ভেদিয়া এলাকার স্থানীয় কিছু মানুষের থেকে জানা যায়, প্রশাসনের সামনে থেকেই বালি তোলা হচ্ছে। তবে কার ঘাট, কে তুলছে তা বলতে পারবো না।

পুলিশকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে, তারা বলেন ঘাটের ইজারা দেয় জেলা প্রশাসন। দেখভাল করে ব্লক ভূমি দপ্তর। তারা জানালে ব্যবস্থা নেব।"