Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সারনা ধর্ম কোড চালুর দাবিতে আদিবাসী সেঙ্গেলের রেল অবরোধ


 

সারনা ধর্ম কোড চালুর দাবিতে আদিবাসী সেঙ্গেলের রেল অবরোধ



 অতনু হাজরা, জামালপুর : আদিবাসী ‘সারনা ধর্ম কোড’ চালুর দাবিতে রেলপথ অবরোধ করলো ‘আদাবাসী সেঙ্গেল অভিযান'। রবিবার তারা বর্ধমান-হাওড়া কর্ড লাইনের জৌগ্রাম স্টেশনে অবরোধ করে। ‘আদাবাসী সেঙ্গেল অভিযান' এর সদস্যরা দুপুর দেড়টা নাগাদ রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে। তবে ওই সময়ে আপ কিংবা ডাউন লাইনে ধরে কোন লোকাল বা দূর পাল্লার ট্রেন না আসায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়নি। এদিনের রেলপথ অবরোধ কর্মসূচীর নেতৃত্ব দেন সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মী নারায়ণ মুর্মু, বিনয় মান্ডি সহ অন্যান্যরা। 




 এদিন প্রায় ৩০০ থেকে ৪০০ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। লক্ষ্মী বাবু বলেন তাঁরা আদিবাসীরা হিন্দু নন, মুসলিম নন, খ্রিস্টানও নন। তাঁদের ধর্ম সারনা।তাই ২০২১ সালের জনগণনায় তাঁদের এই ধর্মকে পৃথক পোর্ট কলম করতে হবে। অর্থাৎ আলাদা ভাবে স্বীকৃতি দিতে হবে। আজ তাঁরা মোট ৫ দফা দাবি নিয়ে রেল অবরোধ করেন। যদি তাঁদের দাবি না মানা হয় তাহলে তাঁরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তিনি জানান।তাঁদের এই কর্মসূচিকে ঘিরে রবিবার জৌগ্রাম স্টেশন চত্বর সরগরম হয়ে ওঠে। তবে জামালপুরে থানার অফিসার ইন চার্জ মিঠুন ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বকে বুঝিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করেন।