Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

শতবর্ষ প্রাচীন দাতব্য চিকিৎসালয় পুনরুজ্জীবিত করার দাবিতে পথ অবরোধ জামালপুরে


 

শতবর্ষ প্রাচীন দাতব্য চিকিৎসালয় পুনরুজ্জীবিত করার দাবিতে পথ অবরোধ জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত পাঁচড়ায় একশো বছরেরও বেশি প্রাচীন হৈমবতী চিকিৎসালয় পুনরায় স্বাভাবিক ভাবে চালু করার দাবিতে চৌবেরিয়াতে পথ অবরোধ করে গ্রামবাসীরা। তাদের অভিযোগ গত ডিসেম্বরে এই স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার বাবু অবসর নেওয়ার পর আর কোনো ডাক্তার বাবু এখানে নিয়োগ করা হয়নি। নিজের মর্জি মত কম্পাউন্ডারবাবু কখনো সখনো এসে এই স্বাস্থ্য কেন্দ্র খোলেন। অথচ এই স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পান ২০ থেকে ২৫ হাজার মানুষ। হাসপাতালের সাথে ডাক্তারবাবু ও কম্পাউন্ডারের থাকার কোয়ার্টারও আছে। 



অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছান জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম ও জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত। তাঁরা সেখানে গেলে তাঁদের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। শ্রীকান্ত নন্দী, মধুসূদন ব্যানার্জী, হিরন্ময় ব্যানার্জী, আসগর আলী, রাজু ঘোষ সহ সকল গ্রামবাসীরাই দাবি জানান আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে অস্থায়ী ভাবেও ডাক্তার বসানোর ব্যবস্থা করে স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে। তানাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।