Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শতবর্ষ প্রাচীন দাতব্য চিকিৎসালয় পুনরুজ্জীবিত করার দাবিতে পথ অবরোধ জামালপুরে


 

শতবর্ষ প্রাচীন দাতব্য চিকিৎসালয় পুনরুজ্জীবিত করার দাবিতে পথ অবরোধ জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত পাঁচড়ায় একশো বছরেরও বেশি প্রাচীন হৈমবতী চিকিৎসালয় পুনরায় স্বাভাবিক ভাবে চালু করার দাবিতে চৌবেরিয়াতে পথ অবরোধ করে গ্রামবাসীরা। তাদের অভিযোগ গত ডিসেম্বরে এই স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার বাবু অবসর নেওয়ার পর আর কোনো ডাক্তার বাবু এখানে নিয়োগ করা হয়নি। নিজের মর্জি মত কম্পাউন্ডারবাবু কখনো সখনো এসে এই স্বাস্থ্য কেন্দ্র খোলেন। অথচ এই স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পান ২০ থেকে ২৫ হাজার মানুষ। হাসপাতালের সাথে ডাক্তারবাবু ও কম্পাউন্ডারের থাকার কোয়ার্টারও আছে। 



অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছান জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম ও জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত। তাঁরা সেখানে গেলে তাঁদের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। শ্রীকান্ত নন্দী, মধুসূদন ব্যানার্জী, হিরন্ময় ব্যানার্জী, আসগর আলী, রাজু ঘোষ সহ সকল গ্রামবাসীরাই দাবি জানান আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে অস্থায়ী ভাবেও ডাক্তার বসানোর ব্যবস্থা করে স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে। তানাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।