Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিডিও'র মানসিক অত্যাচারে ডাটা এন্ট্রি অপারেটরের পদত্যাগ, ক্ষোভে ফুঁসছে কর্মীরা


 

বিডিও'র মানসিক অত্যাচারে ডাটা এন্ট্রি অপারেটরের পদত্যাগ, ক্ষোভে ফুঁসছে কর্মীরা



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভাতার ব্লকের ডাটা এন্ট্রি অপারেটরের পদত্যাগ কে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে ব্লকে ব্লকে প্রতিবাদ আজও অব্যাহত। উল্লেখ্য গত ১ জানুয়ারি ভাতার ব্লকের ডি ই ও সন্দীপ ব্যানার্জী বিডিও'র মানসিক অত্যাচারের শিকার হয়ে চাকরি থেকে পদত্যাগ করেন। সেই পদত্যাগপত্র কোনো কিছু যাছাই না করেই, এমনকি পঞ্চায়েত সমিতির সাথেও কোনোরূপ আলোচনা না করেই, স্বতপ্রণোদিত হয়ে, বিডিও তপন সরকার সেটি জেলায় পাঠিয়ে দিয়েছেন। যদিও এখনো সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি। 




সেই অন্যায় অমানবিক মানসিক অত্যাচারের বিরুদ্ধে আজও ক্ষোভে ফুটছে ব্লক থেকে ব্লকের কর্মীরা। সোমবার থেকে ব্লকের সব কর্মীরা কালো ব্যাজ পড়ে কাজ করছেন। জেলার প্রায় সব ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের একটাই দাবী এই অন্যায়ের প্রতিকার হোক এবং ভাতারের বিডিও কে অন্য জায়গায় বদলি করা হোক এবং সন্দীপ ব্যানার্জী'র পদত্যাগপত্র যাতে না গৃহীত হয়। জানা গেছে কর্মীদের এই বিক্ষোভ আন্দোলন ধারাবাহিকভাবে চলবে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে কোনো সমাধান সূত্র না বের হচ্ছে। 




যদিও এই বিষয়ে জেলাস্তরের কোনো আধিকারিকের মন্তব্য পাওয়া যায়নি। সূত্রের খবর, এই বিষয় নিয়ে আজ জেলার ডব্লু বি সি এস এ্যাসোশিয়েসন আজ বৈঠকে বসেছিল।