Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আমার সাথী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন জামালপুর লায়ন্স ক্লাবে



আমার সাথী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন জামালপুর লায়ন্স ক্লাবে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলায় জামালপুর লায়ন্স ক্লাবে শনিবার আমার সাথী প্রকল্পের শুভ সূচনা হলো। এই উপলক্ষ্যে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির একটি মেশিনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ঋত্বিক ঘোষ সহ অন্যান্য অথিতিরা ও লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান জামালপুর ব্লকে চোখের চিকিৎসায় জামালপুর লায়ন্স ক্লাব অনন্য কাজ করে চলেছে তার সাথে সাথে অন্যান্য সামাজিক কাজ করে চলেছে। আজকের এই কাজের জন্য তিনি লায়ন্স ক্লাবের সকলকে ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানে ৬০ জন স্থানীয় স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যারা উপস্থিত ছিলেন। 



ক্লাবের পক্ষ থেকে প্রদীপ কুমার রায় জানান এই প্রকল্পে জৈব বস্তুতে তৈরি স্যানিটারি ন্যাপকিন উৎপাদন ও স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে বিপণন করা হবে। তিনি জানান প্রাথমিক ভাবে ব্লকের অনগ্রসর ও আদিবাসী সম্প্রদায়ের কুড়ি হাজার মহিলার মধ্যে এই কাজ প্রাথমিক ভাবে শুরু করা হবে। লায়ন্স ক্লাবের এই কাজের প্রশংসা করছে এলাকার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সদস্য অরূপ রায়।