Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মানুষের পাশে জামালপুর ব্লক প্রশাসন


 

অসহায় মানুষের পাশে জামালপুর ব্লক প্রশাসন


অতনু হাজরা, জামালপুর : অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ব্লক প্রশাসন। জামালপুরের শাহোসেনপুরের বাসিন্দা কাদের রহমান মল্লিক যাঁর নিজের বসতঘর, গোয়ালঘর ও একটি খড়ের পালুই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। সেই কাদের রহমান বাবু জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আবেদন করেন সাহায্যের জন্য। সেই আবেদনে সারা দিয়ে আজ ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিকদের উপস্থিতিতে তার হাতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে একটি কিট তুলে দেওয়া হয়। যাতে একটি সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন স্টোভ, কড়াই, বালতি, মগ, জগ সহ দুটি ত্রিপল ও ২৫ কেজি চাল তুলে দেন। মেহেমুদ খান বলেন তাঁরা খবর পেয়েছিলেন যে কাদের রহমান মল্লিকের বাড়ি আগুনে পুড়ে যায়। তিনি আবেদন করেছিলেন সাহায্যের জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বদাই অসহায় মানুষের পাশে দাঁড়ান ও দাঁড়াবার কথা বলেন। সেই উদ্দেশ্যেই আজ ওই ব্যক্তিকে সাহায্য করা হলো। তিনি বলেন আপাতত এই সাহায্য করা হলো পরে প্রয়োজনে আরো সাহায্য করা হবে। এই সরকারি সাহায্য পেয়ে কাদের রহমান মল্লিক পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক প্রশাসনকে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানান।