চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পরিষেবা দিতে পাড়ায় পাড়ায় পৌঁছে গেল জামালপুর ব্লক প্রশাসন


 

পরিষেবা দিতে পাড়ায় পাড়ায় পৌঁছে গেল জামালপুর ব্লক প্রশাসন


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক সরকারি পরিষেবা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেবার জন্য পাড়ায় পাড়ায় পৌঁছে গেল। জামালপুর ব্লকের আবুইঝাটি -১ পঞ্চায়েতের অন্তর্গত আদিবাসী একটি গ্রাম বেজপুকুর পাড়া। শনিবার জামালপুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস ব্লকের অন্যান্য অফিসারদের নিয়ে পৌঁছে যান ওই গ্রামে। সঙ্গে ছিলেন বিসিডব্লু অফিসার সুপ্রভাত মুখার্জী ও আবুইঝাটি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ আলী। সেখানে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন সকলের এস সি, এস টি কার্ড হয়েছে কিনা ? যাদের হয়নি কেন তাদের এখনো জাতিগত শংসা পত্র পায়নি তার খোঁজ নিয়ে সেই পাড়াতেই তাঁরা অফিস করে সেখানে অনলাইন তাদের ফর্ম ফিলাপ করানো হয়। কোনো ডকুমেন্ট বাকি থাকলে তা সোমবার অফিসে পৌঁছে দেবার কথা বলা হয়। এছাড়াও এখনো যারা বার্ধক্য ভাতা পাননি তাদের ফর্ম ফিলাপ করিয়ে জমা নেওয়া হয়। গ্রামের মানুষ হটাৎ এই সুযোগ পেয়ে যেন হাতে চাঁদ পায়। প্রায় ৪৭ জন গ্রামবাসী নিজেদের গ্রামেই জাতিগত শংসা পত্রের জন্য অনলাইন ফর্ম ফিলাপ করেন। এরই সাথে সাথে ওই গ্রামের কয়েকজনের যাদের জাতিগত শংসাপত্র হয়েছে তাদের হাতে সেই শংসাপত্র তুলে দেওয়া হয়, একই সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও তাদের হাতে তুলে দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। 




সবশেষে একটি ছোট্ট সংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়।আদিবাসী নৃত্যের সাথে তাল মেলান প্রশাসনিক আধিকারিকরা। এদিনের সরকারি এই উদ্যোগে আপ্লুত এলাকার মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে আধিকারিকদের অভ্যর্থনা জানায়। তাদের এই ব্যবহারে খুশি ব্লকের অধিকারিকরাও। পঞ্চায়েত প্রধান আশরাফ আলী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে দুয়ারে সরকারের পর আবার পাড়ায় পাড়ায় সরকার। অর্থাৎ সরকারি পরিসেবাকে আবার মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে আর সেই উদ্দেশ্যেই আজকের এই বেজপুকুর পাড়ায় এই সরকারি ক্যাম্প করা হয়। সেখানকার মানুষদের কি কি সমস্যা বা অভাব অভিযোগ তা সব শোনা হয়। মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার জানান রাজ্য সরকারের নির্দেশ মত কাজ করা হচ্ছে তবে এই ধরণের ক্যাম্প বোধ হয় এর আগে কোথাও হয়নি বলেই মনে করেন তিনি। তিনি বলেন সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর তাঁর ব্লক প্রশাসন। যে অনলাইন ফর্ম ফিলাপ জাতিগত শংসাপত্রের যে কাজ এখন করা হলো আগামী ১৫ দিনের মধ্যে তা তাদের হাতে তুলে দেওয়া হবে।