চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

জামালপুর ব্লকে জমজমাট আদিবাসী মেলা


 

জামালপুর ব্লকে জমজমাট আদিবাসী মেলা 


অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লক আদিবাসী মেলা শুরু হলো আজ বাহাদুরপুর মাঠে। এই উপলক্ষ্যে কালাপাহাড় থেকে বাহাদুর পর্যন্ত একটি মশাল দৌড় করা হয়। প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, স্থানীয় পঞ্চায়েত প্রধান মাবিয়া বেগম, আদিবাসী সম্প্রদায়ের নেতা তারক টুডু সহ অন্যান্যরা।



 মেহেমুদ খান বলেন, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি সব দিকেই নজর রাখেন। সরকার সকল সম্প্রদায়ের মানুষের জন্যই বা সকল সম্প্রদায়ের মানুষের পাশেই আছেন। আদিবাসী শ্রেণীর মানুষদের জন্যই এই আদিবাসী মেলার আয়োজন করা হয়েছে।তিনদিন ধরে চলবে এই মেলা।আজ ছিল নৃত্য প্রতিযোগিতা।উপস্থিত সকল অধিকারিকগণ আদিবাসী নৃত্যের তালে পা মেলান। সকলের অংশগ্রহণে একটি জমজমাট অনুষ্ঠান হয়।