Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আর কয়েক ঘণ্টা পরেই রাজ্যপাল আসছেন



আর কয়েক ঘণ্টা পরেই রাজ্যপাল আসছেন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আর কয়েক ঘণ্টা পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর শহর বর্ধমানে আসছেন। বিশেষ সূত্রে এমনই খবর পাওয়া গেছে। ঐতিহ্যবাহী দুটি মন্দির দর্শন করতেই বর্ধমানে আসছেন। সূত্রের খবর রাজ্যপাল এদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পৌঁছবেন। আজ ঘন্টা তিনি এখানে থাকবেন। এরপর সাড়ে এগারোটায় রাজ্যপাল জগদীপ ধনকর পৌঁছবেন সর্বমঙ্গলা মন্দিরে। এখানেও আধঘন্টা থাকবেন। এরপর সোজা চলে যাবেন সার্কিট হাউসে। ১২ টা ২০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরের খাবার খেয়ে ফেলা দু'টোয় রাজভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।