Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্লক প্রাণী সম্পদ বিকাশ মেলা শুরু হয়েছে জামালপুরে


 

ব্লক প্রাণী সম্পদ বিকাশ মেলা শুরু হয়েছে জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে সারা রাজ্যের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ মেলা। পূর্ব বর্ধমানের জামালপুরের গোপীকান্তপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ব্লক প্রাণী বিকাশ মেলা। দুদিন ধরে চলবে মেলা। এই মেলার উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন সহ সভাপতি দেবু হেমব্রম, মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ সুনীল ধারা, কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ ঘোষ, চকদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সুন্দর মন্ডল, ব্লক প্রাণী দপ্তরের আধিকারিক ডা: সনাতন ভূঁই সহ অন্যান্য ডাক্তারবাবু ও প্রাণী মিত্রারা। মেহেমুদ খান তাঁর বক্তব্যে এই মেলার উপযোগিতা সম্পর্কে ও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী আর কি কি প্রকল্প চালু করেছেন সাধারণ মানুষের জন্য তা তুলে ধরেন।



ডাক্তারবাবুরা আজকের এই সময়ে প্রাচীন পদ্ধতি ছেড়ে কিভাবে আধুনিক বিজ্ঞান সম্মত উপায়ে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া প্রতিপালন করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আজকের মেলায় গাভী ও বকনা গরু প্রদর্শিত হয়।আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা ও তাৎক্ষণিক ক্যুইজ প্রতিযোগিতা। প্রতিটি বিষয়েই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।