Scrooling

নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২১ জুলাই বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পূর্ব বর্ধমান জেলায় প্রথম সিএনজি ফুয়েল স্টেশন চালু হলো বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডে


 

পূর্ব বর্ধমান জেলায় প্রথম সিএনজি ফুয়েল স্টেশন চালু হলো বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডে


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গ্যাসে গাড়ি চালানোর সুযোগ এখন বর্ধমানবাসীর হাতের নাগালে। পূর্ব বর্ধমান জেলায় প্রথম কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) ফুয়েল স্টেশন চালু হলো বর্ধমানে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং আদানি গ্যাস লিমিটেডের একটি সমানুপাতিক যৌথ উদ্যোগ। শনিবার বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ডে সঞ্চারী ফুয়েল স্টেশনে সিএনজি আউটলেট এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (রিটেল সেলস) দেবরাজ দত্ত, ডেপুটি জেনারেল ম্যানেজার (রিটেল সেলস, ডব্লু বি এস ও) চিরঞ্জিত পোদ্দার, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চিফ ডিভিশনাল রিটেল সেলস ম্যানেজার এন কে আগরওয়াল এবং ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাস প্রাইভেট লিমিটেড এর বর্ধমানের এ্যাসেট হেড শুভজিৎ চক্রবর্ত্তী। উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং আদানি গ্যাস লিমিটেডের পক্ষে উপস্থিত পদাধিকারীরা বলেন, পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম সমস্ত রকম যানবাহনের প্রকৃতি বান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ এলো। ফলে সাশ্রয় হবে জ্বালানির দামে। তাদের দাবি পেট্রল ব্যবহারের থেকে ৪০ শতাংশের বেশি খরচ সাশ্রয় হয়। তবে সমস্ত গাড়ি চালককে গাড়িতে গ্যাস ভর্তির আগে হাড্রোটেস্টিং সার্টিফিকেট দেখাতে হবে। শীঘ্রই শক্তিগড়ের কাছে জাতীয় সড়কের ধারে আরও একটি সিএনজি ফুয়েল স্টেশন চালু হবে। এদিনের অনুষ্ঠানে দুর্গাপুর অটো রিকশা ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস সিএনজি ব্যবহারে গাড়ি চালানোর অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৌরভ কুমার।