Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি


 

পূর্ব বর্ধমান জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি


🟣 জগন্নাথ ভৌমিক


➡️ পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ কমেছে। গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন মাত্র ১ জন। পূর্ব বর্ধমান জেলায় সংখ্যা তথ্যের নিরিখে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমে এসেছে। গত ২৪ ঘন্টায় বর্ধমান শহরে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। জেলার কালনা ২ ব্লকে ১ জনের রিপোর্ট পজিটিভ। সব মিলিয়ে জনজীবন প্রায় স্বাভাবিক ছন্দে ফিরছে। তবে পূর্ব বর্ধমান জেলায় এখন পর্যন্ত করোনা সংক্রমণে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ১ জন করোনা আক্রান্ত হলেও মৃত্যুর কোনো খবর নেই। এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ১১ হাজার ৭৫১ জন। সরকারি তথ্য অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। ৮১ জনের চিকিৎসা চলছে।

  গত ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জেলায় করোনা সংক্রমণ এক লাফে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। কেউ কেউ বলেছেন দুয়ারে সরকার কর্মসূচির দৌলতেই সংক্রমণ বেড়েছে। বিষয়টা একেবারে উড়িয়ে দেয়নি কেউই। তবে সাধারণ মানুষেরও একটা বড় অংশ করোনা স্বাস্থ্যবিধি মানেনি। অনেককেই মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি, সামাজিক দূরত্ব বিধির কোনো বালাই ছিল না। এক শ্রেণীর মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঘুরে বেড়িয়েছে। স্বাভাবিকভাবেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। তবে আশার কথা ২০২১ এর শুরু থেকেই করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে। 

 ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় আক্রান্ত হয়েছেন ১ জন। জেলায় এখন পর্যন্ত ১২ হাজার ৯ জন পজিটিভ। এরমধ্যে ৮১ জনের চিকিৎসা চলছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। তবে সরকারি রিপোর্টে করোনা সংক্রমণে এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে ১৭৭ জনের। তবে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক কর্তারা বলছেন বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। সংক্রমণ কমলেও সাবধানে থাকুন।